You are viewing a single comment's thread from:

RE: THE DIARY GAME ||01 -July -2025 || It was a beautiful day..

in Steem For Bangladesh14 days ago

আসসালামু আলাইকুম প্রিয় আপু @chumki22 🌸
আপনার দিনের গল্পটি সত্যিই মন ছুঁয়ে গেলো। এত পরিশ্রমের মাঝেও আপনি কত ভালোভাবে সংসার সামলাচ্ছেন, তা পড়ে সত্যিই মুগ্ধ হলাম। সকাল থেকে রাত পর্যন্ত আপনার প্রতিটি কাজ – ঘরের গুছানো, গরুর যত্ন, রান্নাবান্না, মেয়ের আবদার মতো পিঠা বানানো – সবই যেন এক মায়াময় ছন্দে বাঁধা। 💕

বড় ভালো লাগলো শুনে যে পানপাতার গাছে নতুন কুঁড়ি এসেছে, প্রকৃতির এমন ছোট ছোট সৌন্দর্য লক্ষ্য করাটাই আসল শান্তি। আর ছাগলের দুষ্টামি আর কুকুরটার জন্য আপনার মায়াভরা মনটাও মন ছুঁয়ে গেলো। আপনি শুধু একজন মমতাময়ী মা নন, একজন দায়িত্বশীল ও হৃদয়বান মানুষ।

আল্লাহ আপনার পরিবারকে সুস্থ ও নিরাপদ রাখুন, আর এমন সুন্দর দিনগুলো আরও আনন্দময় হোক – এই দোয়া রইলো।
সত্যিই অনুপ্রেরণামূলক একটি দিনলিপি! অপেক্ষায় থাকলাম আপনার পরের দিনের গল্পের জন্য।

Sort:  
 13 days ago 

ওয়ালাইকুম আসসালাম আসলে আমি আমার নিজের পরিবারকে অনেক বেশি ভালোবাসি আর আমার নিজের সংসারের কাজগুলো আমার নিজের হাতে করতে খুব ভালো লাগে আসলে মেয়ের আবদার তাকে কিছু আমি তেলের পিঠা বানিয়ে দিয়েছি এবং আল্লাহ এই পৃথিবীতে আমাদের কাকে কি রূপে পাঠিয়েছে সেটা আসলে আমরা কেউ জানিনা কাউকে মানুষ রুপে পাঠিয়েছে আবার কাউকে পশু পাখি প্রাণী হিসাবে এই পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছে আমি মুরগিগুলোকে যখন খেতে দিয়েছি কুকুরটা পেটের খিদায় সে চারপাশে আনচান আনচান করছিল তাই তাকে আমি আলাদাভাবে একটু খাবার খেতে দিয়েছি আমার লেখাটি আপনার মূল্যবান সময় নিয়ে মনোযোগ সহকারে পড়ে সুন্দর একটি মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন