You are viewing a single comment's thread from:

RE: The Diary Game (05/07/2025) Un dia para hacer un trabajo voluntario 🦺

in Steem For Bangladeshlast month

আপনার আজকের ডায়েরি সত্যিই হৃদয়ছোঁয়া ও অনুপ্রেরণামূলক। স্বেচ্ছাশ্রমে ধর্মীয় শিক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজে অংশ নেওয়া আপনার আন্তরিকতা ও বিশ্বাসের পরিচয় বহন করে। পথের অসুবিধা থাকা সত্ত্বেও আপনি এবং আপনার পরিবার যেভাবে আগ্রহ নিয়ে অংশ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

সবার সাথে মিলেমিশে কাজ করা, একসাথে মধ্যাহ্নভোজ গ্রহণ করা এবং শেষে সূর্যাস্ত উপভোগ করে ঘরে ফেরা—এ যেন এক পরিপূর্ণ, আত্মতৃপ্তিতে ভরা দিন। এমন একটি নিঃস্বার্থ ও ভালোবাসায় ভরা দিনের গল্প আমাদেরকেও ভালো কাজের প্রতি উৎসাহ দেয়।

আপনার লেখা থেকে স্পষ্ট হয় যে, আপনি কতটা কৃতজ্ঞ ও পরিপূর্ণ অনুভব করেছেন এই দিনের অভিজ্ঞতা থেকে। আল্লাহ আপনার এই সেবামূলক কাজকে কবুল করুন এবং আপনাদের পরিবারকে আরও আশীর্বাদে ভরিয়ে দিন।

Sort:  
 last month 

Gracias amigo me gustó mucho tu comentario se ve leiste mi diario y lo disfrutaste tanto como yo.