আমার পরিচয় পোস্ট – নতুন যাত্রার শুরু
আসসালামু আলাইকুম,
আমি সোহানা আক্তার মৌ। সাভার, ঢাকা থেকে লিখছি। আমার বয়স ২৯ বছর। আমি একজন গৃহিণী এবং আমার শখ ভ্রমণ করা, রান্না করা আর নতুন কিছু শেখা।
Steemit-এ নতুন হিসেবে আমি এখানে নিজেকে পরিচয় করাতে পেরে আনন্দিত। ভবিষ্যতে আমি পরিবার, জীবন, ভ্রমণ এবং বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লিখতে চাই। আশা করি আপনাদের সহযোগিতা পাবো।
ধন্যবাদ সবাইকে আমার প্রথম পোস্টটি পড়ার জন্য। 💙
Achievement post 1. আমার পরিচয় পোস্ট – Steemit যাত্রার শুরু।