সামুদ্রিক এলাকায় ব্যবসার এক বছরের অভিজ্ঞতার কিছু কথা
আসসালামু আলাইকুম
অনেকদিন পর পুনরায় একটি অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছি আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
কর্মজীবনের নতুন অভিজ্ঞতা প্রায় এক বছর পরিপূর্ণ হয়ে যাচ্ছে নতুন ব্যবসা প্রতিষ্ঠানে। এতদিন পর্যন্ত কাপড়ের একটা ব্যবসা পরিচালনা করেছিলাম প্রায় তিন বছরের অধিক সময় ধরে। আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই চলেছে। নতুন কিছু করার পরিকল্পনা নিয়ে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে আচার এবং চকলেট এর ব্যবসা শুরু করেছিলাম গত বছর ডিসেম্বর মাসে। প্রায় আট মাস অতিক্রম হয়ে গিয়েছে আল্লাহর রহমতে খুব ভালোভাবেই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি চেষ্টা করেছি সব সময় সমগ্র বাংলাদেশের অনলাইনের মাধ্যমে আমার দোকানের প্রত্যেকটা পণ্য হোম ডেলিভারি করে প্রত্যেকটা গ্রাহকের কাছে পৌঁছে দিতে।
কক্সবাজারের কিছু পণ্য রয়েছে যেগুলো সমগ্র বাংলাদেশের খুবই বিখ্যাত এবং এগুলোর খুবই ভালো চাহিদা রয়েছে কিন্তু শুধু মাত্র কক্সবাজার এলাকার মধ্যে এই পণ্যগুলো পাওয়া যায়। যার ফলে অনলাইন প্লাটফর্মে খুব ভালো একটি চাহিদা রয়েছে কক্সবাজারের এই পণ্যগুলোর। এগুলোর যেমন চাহিদা রয়েছে ঠিক তেমনি কিন্তু প্রত্যেকটা পণ্যের আবার মায়ানমারের অরজিনাল পণ্য এবং বাংলাদেশী পণ্য দুই রকমের রয়েছে। প্যাকেজিং গুলো দেখতে অনেকটা একই রকম হওয়ায় অনেক সময় গ্রাহকরা বুঝতে পারে না কোনটা মায়ানমারের পণ্য এবং কোনটা বাংলাদেশের পণ্য। বাংলাদেশে যে পণ্যগুলো তৈরি হয় মায়ানমারের প্যাকেজিং সিস্টেমে সেই পণ্যগুলোর দাম তুলনামূলকভাবে কম হয়ে থাকে যার কারণে অধিকাংশ কাষ্ঠমার কে মায়ানমারের প্রোডাক্ট বলে সহজেই কক্সবাজারের অধিকাংশ দোকানদার বিক্রি করে। কক্সবাজারের নতুন পর্যটক কিংবা পুরাতন পর্যটক যারাই হোক না কেন যেমনই হোক না কেন এই পার্থক্য না বোঝার কারণে অধিকাংশ পর্যটক ঠকে যায়।
তবে কক্সবাজারের ম্যাক্সিমাম ব্যবসায়ীদের ক্ষেত্রে আরও একটা যেটা বিষয় রয়েছে সেটা হলো যখন কোন পর্যটক কোন একটি পণ্যের ন্যায্য মূল্য দিতে চায় কিন্তু দোকানদার কখনোই কোন কাস্টমারকে ঠকাতে চেষ্টা করে না। যেহেতু অনেক কাস্টমার মায়ানমারের অরজিনাল পণ্যের দাম কেনা দামের চেয়ে তুলনামূলকভাবে কম চাই যার ফলে বাধ্য হয়ে অনেক সময় দোকানদার তাকে বাংলাদেশী পণ্যগুলো দিয়ে দেয়। সেই কাস্টমার হয়তো পূর্বে বাংলাদেশের পণ্যটাই কম দাম দিয়ে কিনে নিয়ে গিয়েছে। আমাদের কাছে এমন অনেক পর্যটক আছে যাদেরকে আমরা আলাপের মাধ্যমে ওরজিনিয়াল পণ্যটাই দিতে চেষ্টা করি। আর যখন কোন কাস্টমার কম দামের পণ্য খুঁজে তাকে আমরা কম দামের পণ্যটাই দিয়ে দি। তবে এই জায়গায় এসে যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা হল কাপড়ের যেই ব্যবসাটা ছিল সেখানে এক নাম্বার দুই নাম্বার এইরকম বিষয়গুলো নিয়ে ভাবতে হয়নি। কিন্তু আচার কিংবা চকলেট বা কসমেটিক আইটেমের ব্যবসা করতে গিয়ে অনেকগুলো বিষয় নিয়ে এখানে চিন্তা করতে হচ্ছে।
সব মিলিয়ে এটাই বলতে চাই জীবনের প্রত্যেকটা ধাপ একটি নতুন অভিজ্ঞতা এবং নতুন কিছু শেখার রয়েছে। কাপড়ের ব্যবসা সময়ে বিভিন্ন রকমের মানুষ চিনতে পেরেছি। আবার আচারের কিংবা চকলেটের ব্যবসাতে নেমে এখানেও অনেক রকমের মানুষের কথাবার্তা এবং আচরণ দেখতে পেয়েছি। সব মিলিয়ে জীবনের সুন্দর কিছু অভিজ্ঞতা তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য। আবারো নতুন কোন অভিজ্ঞতা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।
আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইল।
একটা পরামর্শ ভাই, justify মার্কডাউন ইউজ কইরেন। আরেকটু সুন্দর হবে পোস্ট প্রেজেন্টেশন।