Betterlife - The Diary Game | friday is a jumma day. 14 April 2023
সকাল হলে ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম মার্কেটের উদ্দেশ্যে। শুক্রবারে মানুষজন একটু ফ্রি থাকে কারণ এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে। বিশেষ করে চাকরিজীবী মানুষগুলো কেনাকাটার জন্য শুক্রবারের দিনটাকে চিহ্নিত করে। তাই শুক্রবারে দোকান একটু তাড়াতাড়ি খুলতে পারলে কিছু অতিরিক্ত বিক্রি করা যায়। সেই পরিকল্পনা করে তাড়াতাড়ি চলে এসেছিলাম এবং পাঞ্জাবি পরে রেডি হয়ে এসেছি জুমায় অংশগ্রহণ করার জন্য। প্রতি সপ্তাহে একবারে জুমার দিন আছে এবং জুমার নামাজ অবশ্যই ফজিলতপূর্ণ একটি নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদের অবশ্যই নিয়মিত জুমা আদায় করা উচিত।
মোটামুটি ১২:৩০ পর্যন্ত দোকানে বসার পর নামাজ পড়ার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম আমাদের মার্কেটের কাছাকাছি জামে মসজিদে। আমার আগেই অনেক মুসল্লির জামাই মসজিদে উপস্থিত ছিল। শুক্রবার দিন জুম্মার নামাজ পড়তে গেলে আলাদা একটি শান্তি কাজ করে কারণ প্রচুর মানুষকে নামাজের উদ্দেশ্যে মসজিদে আসতে দেখা যায়।আমরা প্রতি শুক্রবারে যে মসজিদটাতে নামাজ পড়তে যাই মসজিদের পরিবেশটা খুবই সুন্দর। চারিদিকে অনেকগুলো গাছ ও সবুজে ঘেরা। মসজিদের পাশে খুব সুন্দর ও বড় একটি পুকুর রয়েছে। জুমার দিনে মুসল্লিদের ওযু করার কাজে পুকুরটি খুব ভালো কাজে লাগে।যেহেতু জুমার দিনে অনেক মানুষ উপস্থিত হয় তাই ওযু খানায় সবাই একসাথে হতে পারা সম্ভব হয় না।মসজিদের পাশে বড় একটি পুকুর থাকলে অনেকগুলো মানুষের অজু করার সুযোগ হয়।
আর শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য প্রতিটা মানুষের অতিরিক্ত আগ্রহ থাকে। আমাদের আসলে উচিত শুধু শুক্রবার নয় প্রতিটা ওয়াক্তে যথাযথ সময়ে নামাজ আদায় করার চেষ্টা করা। কারণ নামাজের মাধ্যমে রবের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব এবং রহমত বর্ষণ করা হয়। আমাদের মাধ্যমে আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়। তবে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে।
সবার সাথে সম্মিলিত ভাবে মসজিদে জুমার নামাজ আদায় করার পর। মার্কেটের আরো অন্যান্য দোকানদারদের সাথে একত্রিত হয়ে পুনরায় দোকানের উদ্দেশ্যে ফিরে এসেছি।আমিও অবশ্য আমার মার্কেটের কাছাকাছি জামে মসজিদটাতে নামাজ আদায় করতে গিয়েছিলাম তাই আমি সবসময় আগে আসার সুযোগ থাকে। তারপর আমার দোকানে আমার সাথে আর একজন সহযোগী রয়েছে যে এলাকার বড় মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যায়। দোকানে এসে ছেলেটা আসতে একটু দেরি হচ্ছে তো বলেই আমি আগেই দোকান খুলে বসে ছিলাম।
আমার দোকানের ছেলেটা আসার পর পরে অনেকদিন পর কয়েকটা ছবি তুললাম।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি করার জন্য আরো একটি নতুন লেখা নিয়ে আবারো আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ।