You are viewing a single comment's thread from:

RE: THE DIARY GAME || 20 May 2025 || At my sister's house on a rainy day..

in Steem For Bangladesh2 months ago

আপনার দৈনন্দিন জীবনের কার্যক্রম লেখাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। প্রতিদিনের সাধারণ ঘটনাগুলোকে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন। যে পড়তে পড়তে আমার মনে হলো যেন চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে কাজের ব্যস্ততা, মেয়ের সাথে ফুল তোলার আনন্দ আবার সেটা দিয়ে মালা তৈরি করা, ভাইয়ের ভুট্টা বিক্রির ঘটনা কিংবা বোনের বাড়িতে যাওয়ার ছোট ভ্রমণ—সবকিছু খুব আন্তরিকভাবে তুলে ধরেছেন।

বিশেষ করে আমাদের এখানে বকুল ফুল বলা হয়ে থাকে যেটা দিয়ে আপনি থালা তৈরি করেছেন। আপনার ফুলের মালা বানানোর অংশটি অনেক আবেগময় লেগেছে। পাশাপাশি প্রকৃতির রূপ, বৃষ্টি আর কালো মেঘের গর্জনের বর্ণনা লেখাটিকে আরও জীবন্ত করে তুলেছে বলে আমি মনে করি। ছবি গুলোর উল্লেখযোগ্য লেখায় একটা ভিজ্যুয়াল অনুভূতি প্রকাশ করেছেন যেটা সত্যিই অনেক আনন্দদায়ক। আপনার পরিবারের সঙ্গে কাটানো সময়ের মুহূর্তগুলো, খুব আন্তরিকভাবে প্রকাশ করেছেন। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ ও শান্তিতে রাখুন। আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ। সব সময় ভালো থাকবেন।

Sort:  
 2 months ago 

আসলে বকুল ফুল আমার অনেক পছন্দের একটি ফুল সকালবেলা আমার মেয়ে ফুলগুলো কুড়িয়ে এনেছে তাই আমি তাকে বকুল ফুলের মালা গেঁথে দিয়েছি বকুল ফুলের সুভাষ টা অনেক ভালো লাগে আমার লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন

 2 months ago 

আপনার কথা কি বলবো বকুল ফুল আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে বকুল ফুলের মালা খোপার মধ্যে দিলে অথবা হাতে রাখলে, এর গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। মনে হয় অন্যরকম একটা ভালো লাগার কাজ করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।