RE: THE DIARY GAME ||0 4-June -2025 || A very beautiful day ..
আপনার আজকের দিনের অভিজ্ঞতা পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। এমন নিরবিচারে সাধারণ জীবনযাপন অথচ শান্তিময় দিনগুলোই আমাদের জীবনের আসল সুখ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার পরিবারের প্রতি আপনার ভালোবাসা এবং যত্ন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আজকের লেখায়। বিশেষ করে ছোটদের সঙ্গে সময় কাটানো, তাদের জন্য নারকেল পাতার ঘড়ি বানানো বা একসাথে শসা খাওয়ার দৃশ্যগুলো খুব প্রাণবন্ত লেগেছে আমার। আপনার গরু, ছাগল, ক্ষেত-খামার এবং রান্নাবান্নার বর্ণনায় গ্রামীণ জীবনের সরলতা ও আন্তরিকতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। শেষের দিকে ভাইয়ের ছেলেকে মেহেদি পরানোর মুহূর্তটি খুবই মিষ্টি ও হাস্যকর ছিল। আপনার লেখা পড়ে মনে হলো যেন একটা সুন্দর গ্রামবাংলার দিনে আমি নিজেই ঘুরে আসলাম। আশা করি আপনি নিয়মিত এভাবে আপনার দিনলিপি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখুন। ভালো থাকবেন সবসময় আল্লাহ হাফেজ।
আপনাকে অনেক ধন্যবাদ আমার লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আসলে ছোট বাচ্চাদের সঙ্গে এভাবে সময় কাটাতে আমায় বেশ ভালো লাগে এবং আমরাও অনেক ছোটবেলায় এভাবে নারিকেল পাতা দিয়ে ঘড়ি চশমা বানিয়েছি তাই আমার ভাইয়ের ছেলেমেয়েদের কেউ আমি বানিয়ে দিলাম আসলে আমি আমার পরিবারদের অনেক বেশি ভালবাসি এবং যত্ন নিয়ে থাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন