RE: Meeting with friends on the occasion of Eid ul-Azha.
আপনার লেখাটি পড়তে পড়তে আমার মনে হলো যেন আমিও সেই মুহূর্তগুলোর একটা অংশ ছিলাম। ঈদ যেমন আনন্দ ও মিলনের উৎসব, তেমনি পুরোনো বন্ধুদের সাথে দেখা হওয়া আরও এক আনন্দের উপলক্ষ। বন্ধুদের সঙ্গে কাটানো সময়, পুরোনো স্মৃতিচারণা, হাসি-আনন্দ আর একে অপরের সফলতা অর্জন করা নিয়ে আলোচনা—সব মিলিয়ে দিনটি নিঃসন্দেহে অনেক বেশি স্মরণীয় হয়ে উঠেছে। ২০১৩ থেকে ২০১৮ সালের সেই বন্ধুদের সাথে এতদিন পর আবার দেখা হওয়া সত্যিই অসাধারণ এক অনুভূতি। জীবনের ব্যস্ততার মাঝে একটিবার এইভাবে সবাইকে একসাথে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। এমন বন্ধনই জীবনের প্রকৃত ভালোবাসার সম্পদ। আপনার লেখায় ঈদের আনন্দ এবং বন্ধুত্বের সৌন্দর্য খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার অনুভূতি ও স্মৃতিগুলো আমাদেরকে ও আবেগে ভরিয়ে দিল। আশাকরি সামনে আরও অনেক সুন্দর মুহূর্ত আপনার জীবনে আসবে। ঈদের শুভেচ্ছা রইল।ঈদ মোবারক।