Poem about Rainy Days | বর্ষাকাল নিয়ে কবিতা
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর কিছুদিন পরই শুরু হচ্ছে বর্ষাকাল। অবশ্য ইতিমধ্যে আকাশে মেঘের আনাগোনা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে বর্ষার আগমন। বর্ষা মানেই বৃষ্টি, বর্ষা মানেই চারদিকে পানির থৈ থৈ করা, বর্ষা মানেই অলস সময় পার করা, বর্ষা মানেই ঘুমকাতুরে হওয়া, বর্ষা মানেই কবির মন জেগে ওঠা, বর্ষা মানেই কদমফুল, বর্ষা মানেই মাছ ধরা। তাই আমিও ঠিক করেছি আজ আপনাদের সাথে বর্ষা নিয়ে একটি কবিতা শেয়ার করব।

গ্রীষ্ম গেলো চলে,
মেঘগুলো পথ ভুলে,
রয়েছে গাল ফুলে।
এই বুঝি ঝড়ল বৃষ্টি?
বুঝে আসে দৃষ্টি,
শব্দটা ভারী মিষ্টি,
বিধাতার অপরূপ সৃষ্টি।
টাপুরটুপুর বৃষ্টি পড়ে,
হয়েছে খোকা ঘুম কাতুরে,
কে যেন বিলের ধারে,
মাছগুলো শিকার করে।
হচ্ছে বৃষ্টি সারাদিন,
ঝুমঝুম রিনঝিন,
পড়ছে বৃষ্টি ক্লান্তিহীন,
আমি বসে ভাবনাহীন।

আমার প্রিয় ঋতুর মধ্যে অন্যতম বর্ষাকাল। চারদিকে পানির থৈথৈ করা আমার বেশ ভালো লাগে। বর্ষাকালে পানির প্রবাহ আমাদের চারপাশের ময়লা আবর্জনা তুলে নিয়ে যায়। চারপাশ হয়ে ওঠে পরিষ্কার ঝকঝকে। তাই আমি কামনা করি আসন্ন বর্ষায়, বর্ষা যেন আমাদের মনের ময়লা দূর করে ফেলে। আমাদের মনকেও পরিষ্কার চকচকে করে ফেলে। এই কামনাই রইল।
Twitter Promotion Link: https://x.com/akib_66/status/1922329005308428577