আজকে আপনার দের মাঝে গরু পালান সম্পর্কে কিছু বললাম
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজকে সকাল বেলা ঘুম থেকে ওঠে,হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে। কাজে লেগে পরলাম।
আজকে আমাদের বাড়িতে কেও নাই। তাই আমাজকে আমার অনেক কাজ আছে। আজকে কি কাজ করলাম ওইটাই আপনার মাঝে বলব।
আমাদের ৬ টা গরু আছে। এর ভিতর থেকে ২ টা গরু আমরা দুধ ধুয়াই৷ যেহেতু আজকে বাড়িতে কেও নাই তাই আমি নিজেই আজকে গরুর দুধ ধুয়াইলাম। আমাদের দুই গরুর ৭ কেজি করে দুধ হয়।
তারপর ওই দুধ ফ্রিজে রাখলাম। দুধ ফ্রিজে রাইখা। গরু গুলো খাস খাওয়াতে মাঠে দিয়ে আসলাম। তারপর কিছুক্ষণ আমি নিজে বসে থেকে গরুকে ঘাস খাওয়ালাম। তারপর দেখি অনেক রোদ তাপর গরু গুলো ছায়ায় বেধে রাখলাম।
তারপর আমি বাড়িতে আসলাম। এসে হাত মুখ ধুয়ে কিছুক্ষন রেস্ট নিলাম। তারপর আমি খাওয়া দাওয়া করে গরু গুলো বাড়িতে নিয়ে আসলাম এসে গুয়ালঘরে রেখে পানি দিলাম। পানির সাথে গরুর খাদ্য, ভুসি,লবন আরো কিছু জিনিস ভালে ভাবে পানির সাথে মিশিয়ে গরুকে খাওয়ালাম।
তারপর কিছু ক্ষন রেস্ট নিয়ে আবার গরু গুলোকে মাঠে নিয়ে আবার কিছু ক্ষন ঘাস খাওয়ালাম।
তারপর আমি বাড়িতে এসে গোসল করে রেডি হয়ে গরুর দুধ বাজারে বিক্রি করতে নিয়ে গেলাম।
তারপর দুধ বিক্রি করা শেষ করে গরুর প্রয়োজনীয় জিনিস কিনে তারাতাড়ি বাড়িতে এসে পরলাম।
বাড়িতে এসে জিনিস পএ গুলো রেখে আবার মাঠে গিয়ে গরু গুলো দেখে আসলাম। তারপর সবার সাথে কিছুক্ষণ ফুটবলা খেললাম।
তারপর খেলা শেষ করে গরু বাড়িতে এনে আবার গরুকে পানি খাওয়ালাম ।
তারপর আমি আবার গোসল করে একটু রেস্ট নিয়ে রাস্তায় আসলাম। রাস্তায় কিছুক্ষন বন্ধুদের সাথে আড্ডা দিলাম।
তারপর বাড়িতে গিয়ে হাতমুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ মোবাইল দেখলাম। তারপর শুয়ে পরলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Hi, welcome to STEEM. Thank you for sharing your cow story with us. I suggest you use tags relevant to your content. The tag should be #steemexclusive #newcomer #bangladesh #photography #animal, etc.
You are not using your voting power. I encourage you to visit other users' posts in the community and vote for the post you like. Try to increase your voting CSI.
Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC