অন্ধকারে রাতের আড্ডা
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করব।
আজকে হঠাৎ করেই আমাদের এখানে কারেন্ট চলে যাই৷ তারপর আমি লাইনম্যান এর কাছে ফোন দেই পরে লাইন ম্যান বলে ২ ঘন্টা পরে কারেন্ট আসবে।
তারপর আর কি করব বাসায় প্রচন্ড গরম। বাসায় থাকতে পারছিলাম না।
তাই আমি আমার একটা বাড়ির পাশে থাকে আমার একটা বন্ধু কে ফোন দিয়ে বললাম চল রাস্তায় যাব।
তারপর আমি আর আমার বন্ধু দেরি না করে রাস্তায় চলে আসলাম। রাস্তায় এসে আমরা দুইজনেই তো অবাক। কারন রাস্তায় এসে দেখি প্রচন্ড পরিমানে বাতাস। সেই বাতাসে শরীটা জুরাইয়া গেল গা তারপর মন টাও জোরাইয়া গেল গা।
তারপর অনেকক্ষণ সেই বন্ধর সাথে আড্ডা দিলাম গল্প করলাম। আমাদের সময় টা অনেক ভালো লাগল। তারপর দেখি কারেন্ট চলে আসছে৷
তারের পর আমরা বাড়িতে যেয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পরলাম।
ভালো থাকবেন সুস্থ থাকবেন,
আর আমাকে একটু সাপোর্ট করেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
There are some rules on the platform that as a Nicobar, you must follow and we have come this far by following them. If you need any help, contact Discord.
The text cannot be shortened, it must be at least 300 to 350 words.