You are viewing a single comment's thread from:

RE: @rupok সম্পর্কে কিছু কথা না বললেই নয়

তাহলে এটা দাদা গ্রুপে কেন শেয়ার করছে?

1000075626.jpg

তোমাকে এই স্টিমেট প্ল্যাটফর্মে একজন মানুষও বিশ্বাস করে না কারণ তুমি একজন পরীক্ষিত প্রতারক এবং বাটপার।

অকৃতজ্ঞরা আমাকে বিশ্বাস করবে কেন 🙂। দেখেন ভোট নিয়ে আমাকে কত জন বিশ্বাস আর না করে। আমি যা মানুষের জন্য করছি। আপনারা তার ১০০ ভাগের ১ ভাগও করেন না৷ নিজেরা ফালতু পোস্ট করে এক পোস্টে নেন ৫০$ ভোট৷ আর একটা মেম্বার সারা সপ্তাহ খেটে পায় ২০-৩০$ ভোট। আপনারা যদি এতই ভালো হতে এডমিন/মডারেটররা তাহলে অবশ্যই এই বৈষম্য দূর করতেন৷ আমি হলে এটা দূর করার জন্য ট্রাই অবশ্যই করতাম৷ তা আপনারা করেন না৷ দাদা এইখানে অনেক বড় একটা বৈষম্য তৈরি করছে এডমিন-মডারেটরদের সাথে মেম্বারদের৷ এখানে আমি তাকে সাপোর্ট করতে পারলাম না৷

আমার কাজের আপনাদের মত অকৃতজ্ঞ লোক গুলোই আমাকে ঘৃণা করে৷ Rex-sumon কে আমি জোড় করে ঢুকাইছিলাম৷ অনেক বুঝায় শুনায়। তখন আমার সাথে ভালো সম্পর্ক ছিলো৷ তিনিও অনেক স্বার্থপর৷ এর কারণে আমার তার সাথে ঝগড়া লাগছিলো৷ নুসুরানুর আপা তো একটা কি বলবো৷ ঐ মহিলাকে আমি অনেক হেল্প করছিলাম৷ তিনি সেটার মূল্যও দিতে পারে নাই৷ এই মহিলা স্বার্থবাদী। এখন যদি ডোনাল্ড ট্রাম্প বলে আমার পিএস হয়ে যাও৷ তাহলে দাদার সাথে কাজ বাদ দিয়ে চলে যাবে ট্রাম্পের কাছে৷ এই তিনটা মানুষ ছাড়া আমাকে আর কে খারাপ বলে দেখান৷