Introduce myself(আমার পরিচিতি)

Introduce myself(আমার পরিচিতি):

61826.jpg

About me and my family.

আমার নাম আব্দুল আউয়াল আলিফ।আমি আমার মামার মাধ্যমে এ প্লাটফর্মে এসেছি। আমার মামার নাম বিজয় @bijoy1।উনি এ প্লাটফর্মে অনেক পুরনো ইউজার। তার হাত ধরে আমি প্লাটফর্মে প্রবেশ করেছি। আমার বয়স ১৮। আমি বাংলাদেশে বসবাস করি। আমরা বাংলাদেশের বাসিন্দা। আমাদের ফ্যামিলিতে পাঁচজন সদস্য রয়েছে। আমরা তিন ভাই। আমার আম্মু হাউস ওয়াইফ,এবং আব্বু ব্যবসায়ী, আমার ছোট ভাই দুইটা মাদ্রাসায় পড়ালেখা করে। আমার মেজো ভাই হাফেজী পড়তেছে। ও আমার ছোট ভাই নার্সারিতে পড়তেছে।

About my study.

আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য চেয়েছিল। কিন্তু আমার বাবা সখ আমাকে স্কুলে পড়াবেন।তাই তিনি আমাকে দক্ষিণ আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। ওই স্কুল থেকে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছি। তারপর আমি দাগনভূঞা একাডেমিতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। আমি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর পর্যন্ত তাহলে একাডেমিতে পড়ালেখা করছি। আমি একাডেমী থেকে এসএসসি পরীক্ষা দিয়েচি ২০২৫ ইং। এখন আমি এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি। আমাদের পরীক্ষার রেজাল্ট দেবে ১৩ জুলাই। ইনশাআল্লাহ আমার রেজাল্ট অনেক ভালো হবে। আমি এটা আশা করি।

About my Hobbies.

আমি ছোটবেলায় অনেক ফুটবল খেলতাম। কিন্তু আমি ষষ্ঠ শ্রেণীতে উঠার পরে আমরা শহরে চলে যাই এবং এখানে খেলার জন্য কোন মাঠ পায়নি। তারপর আমি এখন এসএসসি পরীক্ষার পরে আমি গ্রামে চলে যায়। এই গ্রামে ফুটবল খেলার জন্য অনেক মানুষ রয়েছে এবং সুন্দর সুন্দর মাঠ রয়েছে। আমরা বিকেলে সবাই মিলে গ্রামের পাশে একটা মাঠে ফুটবল খেলি। এবং আমার অনেক বড় শখ হচ্ছে আমি রেজাল্টের পর ভালো একটা ভালো রেজাল্ট নিয়ে ঢাকা কলেজে ভর্তি হব।এবং আমি বাইক মোটরসাইকেল চালাতে অনেক পছন্দ করি। আমি পরীক্ষার রেজাল্টের পর একটা ভালো মোটরসাইকেল একটা নিব।

আমার শখ হচ্ছে আমি একদিন ইউরোপে ঘুরতে যাব এবং বিভিন্ন রাষ্ট্রে ঘুরতে যাব।এবং বিভিন্ন রাষ্ট্রের সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে চাই। শুনেছি জাপান,ইউরোপ মালদ্বীপ এবং, আফ্রিকা ওই দেশে গুলোতে সুন্দর সুন্দর উপভোগ করার জন্য জায়গা আছে। এবং আমাদের বাংলাদেশের রয়েছে কক্সবাজার,সুন্দরবন, সাজেক। এখানে দেশ-বিদেশ থেকে অনেক মানুষ আসে এই জায়গাগুলো উপভোগ করার জন্য।

1000000132.jpg

Some of my experience.

আমি অনেক ভালো গেম খেলতে পারি। এই গেমটা আমি শিখেছি ২০২০ ইং করোনার সময়। তাই এই গেমটা উপর আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আমি BRএবং CS রাঙ্কে খুব ভালোবাসি না।আমি বেশি কাস্টম খেলতে ভালোবাসি। আমি সবার সাথে সহজে গেমে জিতে যায়।এবং গেমের পাশাপাশি রুবিক্স কিউব মিলাতে পারি।আমি সব রকমের রুবিক্স কিউব মিলাতে পারি। আমার কম্পিউটারের উপর কিছু অভিজ্ঞতা রয়েছে। এখন আমি কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইনের উপর অভিজ্ঞতা অর্জনের জন্য এসেছি। আমি ছোটবেলায় সাইকেল রেসিং করতাম।
আমার সাইকেল চালানোর পর অনেক অভিজ্ঞতা ছিল আমি সবার প্রথম হই।
আমি যে কোন সাইকেল রেসিং এ অংশগ্রহণ করি। এবং প্রথম, দ্বিতীয়,স্থান অর্জন করে ট্রফি জিতে নিয়ে আসি।

Others about me.

আমি আমার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন এবং আমি চাই যে আমার শরীর অনেক ভালোভাবে সব সময় যেন সুস্থ থাকে তাই আমি জিমে ভর্তি হয়েছি এবং জিমে ভর্তি হওয়ার আমার অনেকদিনের সব ছিল তাই এখন আমি ডিম সম্পর্কিত যে স্বাগত তথ্যগুলো রয়েছে সেই সম্পর্কিত যে সকল পোস্ট এবং জিমে থাকার জন্য যে সকল কাজ গুলো করতে হয় সবগুলো আমি করে যাচ্ছি এবং বিভিন্ন ধরনের ফেসবুক ইউটিউব এর মধ্যে আমি ভিডিও গুলো দেখে দেখে কিভাবে আমি আমার শরীরকে ভালো লাগবে এবং সবসময় আমি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি

আর ফেসবুক সহজেই সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সম্পর্কিত গ্রুপগুলো রয়েছে সেগুলোর সাথে আমি সংযুক্ত রয়েছে এবং সেগুলো থেকে আপডেটগুলো পেয়ে থাকি এগুলো থেকে আমি কিভাবে ব্যায়াম করবো এগুলোর ক্লু নিই।যখন ২০২০ সালে করোনার সময সারাদেশে লকডাউন ছিল। তখন আমি ঘর থেকে বের হতে না পেরে না করতে পেরে বাসায় বসে বসে আমার শরীর অনেক স্বাস্থ্যবান হয়ে ওঠে। এইজন্য এসএসসি পরীক্ষার পরে আমি জিম করার জন্য লং টাইম সময় পেয়েছি। সেজন্য আমি শরীর সুস্থ এবং নিয়মে আনার জন্য আমি সব সময় ব্যায়াম করি। এবং সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কামনা করি।

আপনি যে ধরণের পোস্ট তৈরি করবো বলে মনে করি:
আমি ভ্রমণ পোস্ট এবং গেমিং পোস্ট,ফটোগ্রাফি পোস্ট করতে চাই।কারণ আমি ভ্রমণ করতে ভালোবাসি এবং ভ্রমণের পোস্টগুলো অনেক সুন্দর সুন্দর হয়।তায় আমি ভ্রমণে পোস্টগুলো দেখতে ভালোবাসি
1000000404.jpg

আমি ভ্রমণ করতে ভালোবাসি। এবং যারা ভ্রমণ করে তাদের নতুন নতুন পোস্টগুলো আমি খুঁজি। তাদের এই সুন্দর সুন্দর ভ্রমণের পোস্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। তাদের নতুন নতুন ভ্রমণের পোস্টগুলো খুজি। এবং আমি গেম খেলতে ভালোবাসি। এবং আমি গেম নিয়ে নতুন নতুন পোস্টগুলো দেখতে এবং পড়তে ভালোবাসি। তাই আমি গেমের নতুন নতুন পোস্টগুলো দেখি। এবং আমি অনেক সুন্দর সুন্দর আরো ভালো ভালো পোস্টগুলো দেখতে এবং পড়তে ভালোবাসি। আমার ফুটবল খেলার ক্রিকেট খেলা এবং ব্যাডমিন্টন খেলার পোস্টগুলো দেখতে অনেক ভালো লাগে। তাই আমি এইসব এইসব ধরনের পোস্টগুলো খুজে থাকি। এ সকল ধরনের পোস্টগুলো আমার কাছে খুব ভালো লাগে।

এতক্ষণ আমার এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং আপনাদের এই মূল্যবান সময়টি আমাকে দেওয়ার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের জন্য অনেক শুভ কামনা করি।