Achievement 1 : First Introduction Post On Steemit

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের একজন নতুন সদস্য। তাহলে চলুন প্রথমে আমার পরিচয় দেই।

1000060166.jpg


আমার পরিচয়

আমার নাম: শাহারিয়ার কবির জয়। বয়স: ২২ বছর। ঠিকানা: তাড়াইল, কিশোরগঞ্জ। আমার বাবা একজন ব্যবসায়ী এবং মা একজন গৃহিনী। আমরা দুই ভাই, আমি সবার ছোট।


শিক্ষা জীবন

আমি অক্সফোর্ড কিন্ডার গার্ডেন থেকে আমার শিক্ষাজীবন শুরু করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার প্রাথমিক শিক্ষা তথা প্রাইমারি পড়াশোনা সম্পন্ন করেছি। এরপর উচ্চমাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করি তাড়াইল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। তারপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হই ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশোরগঞ্জ। আমি শুরু থেকেই মানবিক বিভাগের একজন ছাত্র ছিলাম। তারপর, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে 'ইংরেজি ভাষা ও সাহিত্য' বিষয়ে পড়াশোনা করছি বর্তমানে। যেটি ঢাকায় উত্তরা অবস্থিত।


আমার সখ

বর্তমানে আমি একজন ছাত্র। আমি সহ আমার পরিবারের সবাই অনেক সিনেমা দেখতে পছন্দ করে। তাই বলা যায় আমি ছোট থেকেই অনেক বেশি সিনেমা দেখে বড় হয়েছি। আমি আমার অবসর সময়ে সিনেমা দেখতে পছন্দ করি। এমনকি মাঝে মাঝে কাজের সময়ও সিনেমা দেখে থাকি কারণ আমি মনে করি সিনেমা আমাদেরকে একটি অন্য দুনিয়ায় নিয়ে যায়। আমি হলিউড, বলিউড, টলিউড, কোরিয়ান ইত্যাদি সিনেমা দেখে থাকি। আমার সিনেমায় প্রিয় ধারা হচ্ছে ক্রাইম ও থ্রিলার। আমি সম্প্রতি জাপানিজ অ্যানিমে দেখা শুরু করেছি এবং আমার ভালো লাগছে। তাছাড়া আমি ছোট থেকে ড্রয়িং ও লেখালেখি করতে অনেক বেশি পছন্দ করি। যদি পরবর্তীতে ড্রয়িং করা আর হয়নি। এবং ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে সেখানকার বিভিন্ন ছবি ক্যাপচার করে নেওয়া আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া যেহেতু আমি একজন সিনেমা প্রেমী মানুষ সুতরাং আমি সবসময় আমার বন্ধুদের বিভিন্ন সিনেমা সাজেশন এবং রিভিউ করে থাকি।

স্টিমিট সম্পর্কে আমি যেভাবে জেনেছি

আমি স্টিমিট সম্পর্কে অনেক আগে থেকেই জানি। সম্ভবত আমি ইউটিউবে প্রথম স্টিমিট সম্পর্কে জানতে পারি। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি কারণ আমার লেখালেখি করতে ভালো লাগে এবং আমার মতামত আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমার উদ্দেশ্য হলো স্টিমিট প্ল্যাটফর্মে আমার সিনেমা রিভিউ, ভ্রমণ ব্লগ, ফটোগ্রাফি ইত্যাদি আপনাদের সকলের সাথে শেয়ার করা।

আজ এই পর্যন্তই। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ পোস্টে। আল্লাহ হাফেজ।

Posted using SteemPro

Sort:  
Loading...

Welcome to Steemit! I’m also new here and learning. Let’s grow together 🙌