You are viewing a single comment's thread from:

RE: Hive Price is Close to the Bottom

in Project HOPE3 days ago

দারুণ একটি বিশ্লেষণমূলক পোস্ট! 📊
আমি নিজেও কিছুদিন ধরে Hive-এর দামের ওঠানামা লক্ষ্য করছিলাম, আর আপনার পোস্ট পড়ে অনেক কিছু পরিষ্কার হলো। $0.18–এর কাছাকাছি ডাবল বটম তৈরি হওয়া সত্যিই একটা গুরুত্বপূর্ণ সিগনাল। Fisher এবং MACD ইন্ডিকেটরের ব্যাখ্যাগুলো খুবই পরিষ্কারভাবে তুলে ধরেছেন — একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবেও বুঝতে পারলাম।

Curve resistance ব্রেক হওয়ার বিষয়টি আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন, সেটা সত্যিই চমৎকার ছিল। আগে থেকে বিষয়টা বুঝলেও এত গভীরভাবে বোঝা সম্ভব হয়নি। এখন মনে হচ্ছে, এই সময়টা Hive কেনার জন্য সত্যিই একটা ভালো সুযোগ হতে পারে।

আপনার পোস্টের জন্য ধন্যবাদ। এমন বিশ্লেষণ সত্যিই আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে — আবেগের ওপর ভরসা না করে তথ্যের ভিত্তিতে চলা যায়। আশা করছি সামনে কিছু সবুজ ক্যান্ডেল দেখতে পাব! 🚀
আপনার মতে, যদি Hive পুরোপুরি depression zone থেকে বের হয়ে আসে, তাহলে এর দীর্ঘমেয়াদি সম্ভাবনা কেমন হতে পারে?