আমিও বৃষ্টি হতে পারতাম

in Helpage India4 years ago

আমিও বৃষ্টি হতে পারতাম
শুধু তুমি ভিজে যাবে অবেলায়
তাই এক ফালি মেঘ হয়েই রইলাম।

কবিতা আর গানে
মনে কিংবা প্রাণে
শুধু তুমি আর তুমি
প্রজাপতির ডানায়
আমি রোদ্দুর আঁকি।
image.png
Image

বনে জঙ্গলে নদীর খরস্রোতে
ইচ্ছার রং বদলের মরশুমে
আমি শীত ঘুম খুঁজি
ছদ্মবেশে আর নিখুঁত অভিনয় নিয়ে।

পরের জন্য অনেক করেছি
শুধু স্বার্থপর আর বেকুবের দেশে
বিনিময়ে প্রথা চলে আসে
জীর্ণ অনুভূতির করুণ বেশে।

তোমার ইচ্ছার দেশে বিষবৃক্ষ
জন্মে আর তুমি মোহিত হও
ঘরের পিছনে দিকে নিদারুণ অযত্নে
তুলসী ও ভুলে যায় আপন রূপ।

সেখানে আমার কান্না দাঁড়ায়
হাত তোলে গলা ছাড়ে
আর মিছিলের পর মিছিল চলে
তবুও রাজপথে পিচ গলে যায় কড়া রোদে।

Also posted:https://www.bangla-kobita.com/sujoy12/ami-o-bristi-hote-partam/

Sort:  
 4 years ago 

@blacks খুব সুন্দর লিখেছেন।

 4 years ago 

ধন্যবাদ