RE: The Diary Game | "Living the Blessings of Everyday Life"
মাশাআল্লাহ, আপনার পোস্টটি পড়ে মনটা ভরে গেল। আল্লাহর নাম নিয়ে দিনের শুরু, ফজরের নামাজ আর কুরআন তিলাওয়াত , সত্যিই অনেক বরকতপূর্ণ ও প্রশান্তিময় একটি রুটিন। আপনার সকালবেলার বর্ণনা, ঠাণ্ডা হাওয়া, সবুজ পরিবেশ এবং মায়ের সাথে পার্কে হেঁটে বেড়ানো , সবকিছুই এত সুন্দরভাবে ফুটে উঠেছে লেখায়, মনে হচ্ছিল যেন আমি নিজেই সেখানে উপস্থিত।
আপনার পরিবারের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। সকালে সবাইকে নাস্তা বানানো, দুপুরে রুটি ও তরকারি রান্না, তারপর সবার খাওয়া নিশ্চিত করে পরে নিজের খাওয়া ,এসব কিছুই আপনার আত্মত্যাগ আর ভালোবাসার প্রমাণ। ভাইয়ের কাপড় ইস্ত্রি করাও আপনি ভুলে যাননি , এক কথায়, আপনি একজন প্রকৃত নিবেদিত পরিবার-সদস্য।
সন্ধ্যায় প্রিয় নাটক দেখা, কাজিনদের সাথে আড্ডা , সব মিলিয়ে আপনার দিনটা ছিল পরিপূর্ণ ও ব্যস্ততাময়, কিন্তু একসাথে আনন্দময়ও। আল্লাহ্ আপনাকে সুস্থ রাখুন, আপনার এই সুন্দর রুটিনে বরকত দিন, আর এমন আন্তরিক লেখা যেন আপনি নিয়মিতই শেয়ার করেন , এতে সত্যিই মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
I really liked that you read my post . it made me genuinely happy. We daughters become the support of our parents; their pain and sorrow become our own. The way you read my post and left such a beautiful and heartfelt comment truly touched me .I really appreciated it.