You are viewing a single comment's thread from:

RE: S16-W2 “My own contest topic": Let's try South Indian recipe 'Upma.'

in Steemit Iron Chef2 years ago
  • এই খাবারের রেসিপিটা আমি কোনো একটা ভারতীয় মুভিতে দেখেছিলাম যেটা খুবই সুস্বাদু। তবে আজ সেই বিষয়টা সম্পর্কে আরো ভালো করে জানতে পারলাম যে এটা কেন এতোটা সুস্বাদু হয়।

  • রেসিপি পোস্ট কিভাবে উপস্থাপন করা উচিত এটা আপনার পোস্টের মাধ্যমে আপনি ফুটিয়ে তুলেছেন। আমি এটা বুঝতে পেরেছি যে টপিক না বরং সেটার উপস্থাপনটা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ।

  • পাশাপাশি এটাও বলবো যে রেসিপি পোস্ট এরকমটাই হওয়া উচিত যেটা পরিদর্শনের পর এই রেসিপি করতে আর ২য় কোনো পন্থা অবলম্বন করতে না হয়। আপনার এই রন্ধন প্রণালী সংক্রান্ত পোস্টটি অনুরূপভাবেই আপনি উপস্থাপন করেছেন।