ফলের সালাদ 🥗 খুবই সুন্দরভাবে প্রসেসিং করেছেন এমনকি প্রত্যেকটি ফলই খুবই মূল্যবান ও শরীরের পক্ষে কার্যকরী। কিন্তু আমি খেয়াল করেছি এখানে উল্লেখ করেছেন প্রতি কেজি আম এর মূল্য ২০০ টাকা এটি কি সত্যিই ☺️ আমাদের এখানে প্রতি কেজি ১০০-১২০ টাকা পর্যন্ত খুবই সুস্বাদু এবং মিষ্টি।
Mango per kg | 200 BD Taka
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার পর্যবেক্ষণ দারুণ! 🍑🥭 আপনি যেভাবে ফলের গুণাগুণ ও স্থানীয় বাজারদর মিলিয়ে দেখেছেন, সেটা খুবই চিন্তাশীল।
আমরা সকলেই জানি আম হচ্ছে একটি সিজনাল ফল এবং এই ফলটির সিজন প্রায় শেষের দিকে তাই এর দামে জায়গাভেদে অনেক পার্থক্য দেখা যায়—তাই আমাদের এরিয়ার দামের সাথে মিল রেখে এখানে প্রতি কেজি ২০০ টাকা বলা হয়েছে।☺️
ধন্যবাদ আমি জানতাম এই ধরনের কমেন্ট অথবা বক্তব্য আপনার থেকে রিপ্লাই পাব। আবারো গুছিয়ে বলার জন্য ধন্যবাদ 👏
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।☺️