You are viewing a single comment's thread from:

RE: The Diary Game 8th July 2025 | A beautiful day of journeys, shopping and reviews.

আপনার পোস্টটি পড়ে সত্যিই মন উচ্ছ্বসিত হলো। দিনটা কীভাবে শুরু হলো, কীভাবে চলল—প্রতিটি মুহূর্ত এত সুন্দর ও জীবন্ত ভাষায় বর্ণনা করেছেন যে, পড়তে পড়তে যেন আমি নিজেই আপনার সঙ্গে সঙ্গী হয়ে সেই ভ্রমণে ছিলাম। ট্রেনে দাঁড়িয়ে যাত্রার কষ্ট থেকে শুরু করে বৃষ্টির মধ্যে ফুটা ওভার ব্রিজে ছাতা ছাড়া থাকা পর্যন্ত সব অনুভূতিই এত প্রাঞ্জলভাবে তুলে ধরেছেন যে, সাধারণ দিনের ঘটনাগুলোও বিশেষ হয়ে উঠেছে। বাজার বন্ধ থাকার জন্য যে ছোট মন খারাপ, নামাজের সময় মসজিদের শান্ত পরিবেশ আর শপিংয়ের আনন্দ—এসব মুহূর্তগুলো যেন জীবনের ছোট ছোট সুখ-দুঃখের নিখুঁত ছবি আঁকছে। আপনার আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ এবং নিজের অনুভূতিগুলো খোলাখুলি শেয়ার করার ধরণ খুবই হৃদয়স্পর্শী। সঙ্গে সংযোজিত ছবি গুলো গল্পকে আরও প্রাণবন্ত করেছে, যা পড়ার আনন্দকে দ্বিগুণ করেছে। আপনার লেখা থেকে আমি প্রেরণা পেলাম প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলো কতোটা মূল্যবান ও সুন্দর হতে পারে—তাই লিখতে থাকুন, শেয়ার করতে থাকুন। আপনার ভবিষ্যত দিনগুলো শুভ হোক, ইনশাআল্লাহ্! অনেক ধন্যবাদ এই সুন্দর ও প্রাঞ্জল অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

Sort:  
 25 days ago 

CURATOR 8
Congratulations!

Your post has been supported by the TEAM FORESIGHT. We support quality posts, good comments anywhere, and any tags


1000061832.png

Curated by : @edgargonzalez