RE: Addio cemento, benvenuto muschio! Le città che respirano / Goodbye Concrete, Hello Moss! Cities That Breathe [MULTILANGUAGE]
তোমার লেখা পড়ে সত্যিই অনেক কিছু ভাবতে বাধ্য হলাম। এটা শুধু গ্রীষ্মের গরম নিয়ে অভিযোগের পোস্ট না—এটা এক ধরনের সচেতনতার ডাক। যে বাস্তবতায় আমরা বছরের পর বছর ধরে অভ্যস্ত হয়ে গেছি, সেটার বাইরে এসে অন্য দেশের উদাহরণ দেখে নিজেদের জায়গায় পরিবর্তনের চিন্তা করা খুব জরুরি।
নেদারল্যান্ডসের এই উদ্যোগগুলো যেমন ‘মস ব্রিক্স’ বা ‘টেগেলউইপেন’—সত্যিই অনুপ্রেরণামূলক। বিশেষ করে জনগণের সক্রিয় অংশগ্রহণ, শহরকে বাসযোগ্য ও টেকসই করে তোলার চেষ্টা,এসব আমাদের শেখার আছে। আমাদের দেশের আবহাওয়াও যে ধীরে ধীরে চরমে পৌঁছাচ্ছে, সেটা আমরা টের পাই, কিন্তু পদক্ষেপে যেন পিছিয়ে পড়ছি।
তোমার কথায় একটা কষ্টের সত্য ফুটে উঠেছে,আমরা ভাবি, Comune করবে,এই মানসিকতা বদলানো দরকার। ছোট ছোট কাজ যেমন ছাদে গাছ লাগানো, পাড়ার খালি জায়গায় সবুজায়ন, কিংবা শহরের পরিকল্পনায় সক্রিয় মতামত দেওয়া,এইগুলো দিয়েই শুরু করা যায়।
তোমার মতো সচেতন কণ্ঠ প্রয়োজন আরও বেশি, যাতে মানুষ ভাবতে শেখে, প্রশ্ন তোলে এবং সঠিক দিকেই এগোয়। খুব সুন্দর আর গঠনমূলক একটি লেখার জন্য ধন্যবাদ। আশা করি অনেকেই এতে অনুপ্রাণিত হবে।
You truly captured the essence of my post. I also hope that many will start looking beyond habits and find inspiration in these positive examples. Small actions can really make a difference.