You are viewing a single comment's thread from:
RE: WOX-HELPFUND donates 150 STEEM to @ariful2 to help him in his fight for hearing
@wox-helpfund আপনার কাছে আমি খুবই কৃতজ্ঞতা স্যার আপনি আমার জন্য সহায়তা পাঠিয়েছেন। আপনাদের সকলের সহযোগিতায় আমার অনেক উপকার আসবে। আমি খুবই দ্রুত আমাকে ডাক্তার দেখাতে হবে। আমি মুসলিম পরিবারের ছেলে। আমি খোঁজ নিয়ে দেখেছি ঈদের ছুটির কারনে। কোন ডক্টর পাওয়া যাবে না গত কয়েকদিন। ডক্টরদের ছুটি শেষ হলেই আমি ভালো ডক্টর দেখাবো।এবং আমি আপনাদের মাঝে সেই সুসংবাদ দিতে পারব। আপনাদের এই উপকারের কথা আমি কখনোই ভুলতে পারবো না। আপনাদের সঙ্গে আমি চিরকাল ও সুস্থ শরীর নিয়ে খুব ভালোভাবে কাজ করতে চায়। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।