You are viewing a single comment's thread from:
RE: বেড়ানো | রংপুর রেলস্টেশনে একবেলা | ১০% @btm-school
আমদের ইন্ডিয়াতে ট্রেন এখন খুবই মডার্ন হয়ে গেছে । নতুন নতুন বিশ্ব মানের ট্রেন তৈরি হচ্ছে প্রতিনিয়ত । দিন ১০ আগেও একটা আধুনিক ও দ্রুত গতির রেল নাম বন্দে ভারত এক্সপ্রেস এর ২ন্ড জেনারেশন আমদের রেল এ যুক্ত করা হলো ।আপনি ইউটিউব এ সার্চ দিলে দেখতে পাবেন কত সুন্দর ট্রেন টি । তাছাড়াও খুব তাড়াতাড়ি বুলেট ট্রেন ও চালু হতে যাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশ সরকার এর একটু দেখার দরকার রংপুর রেল স্টেশন টাকে। এটি অনেক ঐতিহাসিক একটা স্টেশন কিন্তু স্টেশন এর ফ্লোর গুলো অবস্থা খুবই খারাপ। সরকারের একটু এই বিষয় টা দেখার দরকার।
আপনার গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য ধন্যবাদ।
যদিও বাংলাদেশের রেল ব্যবস্থা এখনো ততটা উন্নত হয়নি। দেশের প্রায় সব স্টেশনেরই এরকম একই অবস্থা। তবে আশার কথা হচ্ছে, সরকার এখন ট্রেন সেক্টরে নজরদারি বাড়িয়েছে, আস্তে আস্তে উন্নতি হচ্ছে।