You are viewing a single comment's thread from:

RE: La Granja de Guardaparques, Barquisimeto.

তোমার এই অভিজ্ঞতা এবং পোস্টটি পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে, নতুন করে গার্ডাপার্ক হিসেবে তোমার যাত্রা শুধু একটি চাকরি নয়, বরং একটি জীবনঘনিষ্ঠ মিশনের মতো মনে হচ্ছে—প্রকৃতিকে ঘিরে, পরিবেশকে ভালোবেসে বাঁচার এক অসাধারণ প্রচেষ্টা।

তোমার লেখা এবং ছবিগুলো এমনভাবে জায়গাটার রুক্ষতা, নীরবতা, সম্ভাবনা আর সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে, যেন আমিও সেখানে ছিলাম। পরিত্যক্ত কাঠের ঘর, গবেষণার পুরোনো বই, বৃষ্টির জল ধরে রাখার জন্য খনন করা বড় গর্ত—সব কিছুতেই যেন একসময়ের স্বপ্ন, আশা, আর প্রয়াসের ছাপ। আবার সেই জায়গাটাকে প্রাণ দিতে চাওয়া—এটা সত্যিই প্রশংসনীয় একটা কাজ।

বিশেষ করে যেভাবে তুমি প্রকৃতির মাঝে গিয়ে একরকম কষ্ট করে হলেও আনন্দ অনুভব করেছো—সেটা বোঝায় তুমি ঠিক জায়গায় আছো। তুমি শুধু একজন গার্ডাপার্ক নও, তুমি প্রকৃতির এক অনুগত বন্ধু। আশা করি, তোমার মত মানুষের হাতে এই জায়গাটা আবার নতুন করে প্রাণ ফিরে পাবে। যত্ন, পরিকল্পনা, আর ভালোবাসা দিয়ে এটি একদিন হয়তো একটি শিক্ষণীয়, গবেষণামূলক ও সংরক্ষণমূলক অনন্য স্থান হয়ে উঠবে।

তোমার এই যাত্রা ও কাজের প্রতি অনেক ভালোবাসা আর আন্তরিক শুভকামনা রইল। তোমার আপডেটের অপেক্ষায় থাকলাম!