তোমার গল্পটা পড়ে মনে হলো যেন এক কাপ গরম কফি হাতে বসে কারও জীবনের ভালোবাসা ভরা দিনগুলোর গল্প শুনছি। কাজের ব্যস্ততা, ঠাণ্ডা আবহাওয়া, ছেলের যত্ন, নিজের স্বপ্ন আর স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া,সব মিলিয়ে তুমি যেন জীবনের প্রতিটা রঙকে খুব যত্ন করে আঁকছো।
ইয়ানের চশমা পরা শুরু করার ঘটনাটা আমাকে খুব ছুঁয়ে গেল,কারণ মায়েরা সবকিছু আগে টের পায়। তোমার সেই খেয়াল, সেই সময়মতো পদক্ষেপ, ওর ভবিষ্যতের জন্য অনেক বড় এক দায়িত্ববোধের ছাপ রেখে গেল।
আর জন্মদিনের কথা বললে তো মনটা আরও খুশি হয়ে যায়—একদিন পরপর মা আর ছেলের জন্মদিন! কী দারুণ মিল! তোমার ছেলেবেলার মতোই যেন ইয়ানের শৈশবটা হয়—ভালোবাসা, আনন্দ আর ছোট ছোট সুখে ভরা।
তোমার ওজন কমানোর যাত্রা, নিজের শরীর ও মনের যত্ন—সবটাই প্রশংসনীয়। খুব সত্যি বলছি, তোমার এই লেখাটা শুধু তথ্য নয়, এটা একরকম জীবনের গল্প—যেটা অনুপ্রেরণা দেয়, সাহস দেয়, আর মনে করিয়ে দেয়,যত ব্যস্ত থাকি না কেন, ভালোবাসা আর নিজের দিকে তাকিয়ে একটু হাঁসি উপহার দেওয়া খুব দরকার।
তোমার জন্য অনেক অনেক শুভকামনা,তোমার জুলাই যেন আরও উষ্ণ, সুন্দর আর আশীর্বাদে ভরা হয়। তোমার মতো একজন মানুষ সবসময় আলো ছড়াক।