You are viewing a single comment's thread from:
RE: Boat ferry tales || Floodwaters are everywhere || Video Record ⏺️
![]() |
---|
https://www.facebook.com/share/r/1ZqRmLiYuZ/
https://www.facebook.com/share/p/17AsWp8sBY/
আমি যে লিংক শেয়ার করেছি এখানে আপনি দেখতে পাবেন আমাদের গ্রাম অঞ্চলের মানুষগুলো কত কষ্টের হয়েছে। দীর্ঘ দুই থেকে তিন মাস হল আমাদের এই নদী এখনো ভাঙতেছে। আমাদের নানার বাড়ি ভেঙে নদীর ভিতর এখন। এছাড়াও আমি যে বন্ধুর ফেসবুক একাউন্ট দিয়েছি অর্থাৎ বন্ধু শেয়ার করেছে তার নিজের জায়গা ও এখন নদীর ভেতর।
আমাদের গ্রামের বাড়ি ও আজ থেকে ২০ বছর পূর্বে নদীর ভিতর বিলীন হয়ে গেছে এখন পর্যন্ত সেই জায়গায় আমরা বসবাস করতে পারছি না কেননা উপযোগী নয়। পাঁচ ছয় মাস চাষাবাদ করা হয় আর বাকি সময় নদীর ভিতর থাকে।
Lamento mucho lo de la casa de tu amigo y tambien la de tu abuelo, espero que puedan encontrar un lugar donde vivir de forma provisional, confiando en Dios que bajara las aguas!!
আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ তা'আলা যেন সবকিছু ঠিক কয়টার ব্যবস্থা করেন। আল্লাহ যা করেন সবকিছুই মঙ্গলের জন্যই করে থাকেন। আমাদের জন্য দোয়া করবেন।