You are viewing a single comment's thread from:

RE: My favourite store is Camera World, Jamuna Future Park.

in Steem for Electronicyesterday

আপু একটা জিনিস খেয়াল করে দেখেছি ভালো জিনিসের সব সময় ভালো দাম হয়ে থাকে আমরা যখন ২০০ থেকে ৩০০ টাকা অথবা ৫০০ টাকা দিয়ে বাহিরে একটা জিনিস কিনি সেটার মান যেরকমই হোক কিন্তু আমরা যখন ভালো একটা শোরুম থেকে বা ভালো একটা মার্কেট থেকে একটু বেশি টাকা দিয়ে একটা ভালো জামা বা কোন গেজেট কেনার চেষ্টা করি সেটাও ভালই হয়। কিছুদিন আগে আমি দারাজ থেকে ২৫০ টাকা দিয়ে একটি মাইক্রোফোন কিনেছিলাম ডেলিভারি চার্জ গিয়েছিল ১৫০ টাকা ওইখানে আমার ৪০০ টাকা হারিয়ে গেল কিন্তু ওই মাইক্রোফোন দিয়ে কোন কাজে আসলো না তো এতে সব সময় কম দামি জিনিসগুলো মানুষের ক্ষতি ছাড়া আর কোন উপকার করে না ।

Sort:  

ভাইয়া আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রেই কাস্টমার প্রতারিত হয়।আমার পরিচিত এরকম অনেকেই অনলাইন থেকে কিছু শপিং করেছে কিন্তু বেশিরভাগের প্রতারিত হয়েছে। এছাড়া কম দামি জিনিসপত্র বেশিরভাগই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কথায় আছে, "যেমন দাম তেমন কাজ"