সম্মান অর্জন করতে হয়:-
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
source
বন্ধুরা আজ হাজির হলাম আপনাদের মাঝে একটি সত্য ঘটনা শেয়ার করার জন্যে।জেনারেল রাইটিং পোস্ট গুলো চেষ্টা করি বাস্তব সম্মত লেখার জন্যে। তারই নিরিখে আজ একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নেবো।মানুষ হয়ে জন্ম নিলেও আমরা আর মানুষ হলাম কই!সর্বদা আমাদের মনে খারাপ চিন্তা যেনো বুদ বুদ করে জন্ম নেয়।হোক সেটা মাঝ বয়সে বা শেষ বয়সে।সর্বদা আমাদের মনে চিন্তা থাকে কিভাবে আমরা অন্য মানুষদের নিচে ফেলে উপরে উঠতে পারি।যা সত্যিকার অর্থেই একটি নিন্দনীয় এবং গর্হিত কাজ।
এবার আসি মূল কথায়,আমার অফিসের এক কলিগ আছে,যার বয়স প্রায় ৬০+ হবে।তারপরও তাকে এখনো কর্তৃপক্ষ চাকরিতে রেখেছে।আমাদের অফিসে বয়স ৫০ হলে রিজাইন দিতে হয়।সেখানে এই লোক টিকে কেনো যে এখনো চাকরিতে রেখেছে বুঝে আসেনা আমার।এই লোকটাকে নিয়েই আজকেই পোস্ট লেখা।নাম হলো তার সালাউদ্দিন। জব পদবী হলো ইন্সপেকশন ওয়ার্কার।যদিওবা তিনি এখন আমার অধীনে নেই তবুও তার কাজ গুলো মাঝে মাঝেই আমি তদারকি করি।দেখলাম কাজে বেজায় গাফিলতি।তাহলে ওনি এতদিন চাকরিতে আছে কিভাবে?
এটার উত্তর হলো,অন্য কলিগদের হক নষ্ট করে টিকে আছেন।কিভাবে?উত্তর টা হলো,অন্য যে ইন্সপেকশন ওয়ার্কার রা আছেন তাদের বিষয় ম্যানেজার স্যার কে বিভিন্ন ক্লেইম করা। স্যার তার কথা বিশ্বাস করবেন কেনো?কারণ তিনি একজন মোস্ট সিনিয়র কলিগ।আর তার কথা বেশ কয়েকবার সঠিকও হয়েছিলো।এই দুই কারণে স্যার বিশ্বাস করেন।তাহলে সে বাকিদের হক নষ্ট করছে কিভাবে?উত্তর হলো আমাদের অফিসে একটা পয়েন্ট সিস্টেম আছে,তার এই রিপোর্ট করার জন্যে অনেক কলিগদের পয়েন্ট জিরো হয়ে যায়।যার ফলে অনেক কলিগকে অফেসিলি সাসপেন্ড করা হয়।
এখন কথা হলো,হেডলাইনের সাথে লেখার মিল কোথায়?উত্তর হচ্ছে,এই যে অফিসের এই বয়োজ্যেষ্ঠ লোক তিনি,সেই দৃষ্টিতে তাকে সবাই সম্মান করার কথা!কিন্তু সত্য হলো,তাকে সবাই চরম লেবেলের ঘৃণা করে,বাকি কলিগরা সবাই একত্রিত হচ্ছে তার চাকরি খাওয়ার জন্যে।এখন বলুন,শেষ বয়সে এসেও এটা কি প্রাপ্য হওয়া উচিত?এজন্যই বলি সম্মান পাওয়া যায়না,সম্মান অর্জন করতে হয়।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1952537562859573315?t=FHGykIT1FRMoXc-HzWPUtA&s=19
https://x.com/mdetshahidislam/status/1952538842059485348?t=t4d5pLOF_5-955ORJXLrIA&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1952536501566493075?t=Lq6QneY_wV1G9tXhhkySCA&s=19
আপনার লেখাটি আমাদের সমাজের একটি চিরন্তন সত্যকে তুলে ধরেছে—বয়সের কারণে নয়, আচরণের কারণেই মানুষ সম্মান পায়। একজন মানুষ যতই সিনিয়র হোক, যদি তার মন-মানসিকতা নিচু হয়, অন্যের ক্ষতি করে নিজের সুবিধা আদায় করে—তাহলে সে কখনোই প্রকৃত সম্মান লাভ করতে পারে না।
একদম সঠিক কথা বলেছেন সম্মান অর্জন করতে হয় আচরণের মাধ্যমে। এরকম দুষ্ট প্রকৃতির লোকেরা বরাবরই লাঞ্ছিত হয়। আপনার মন্তব্যটি খুবই অনুপ্রেরণামূলক ছিল, ধন্যবাদ।