Cricket

in #hopefully8 years ago

২০০৯ এ খেলাটা আবেগ দিয়ে দেখতাম কম,তাই সেদিন ফাইনাল হারলেও ঘুমোতে সমস্যা হয়নি!
২০১২,২০১৬ তে কেঁদেছি ; রাতের ঘুমটাও হয়নি
২০১৮ তে এসে হয়তো কাঁদবোনা ঠিকই,তবে ঘুমও হবেনা
ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট দল রুবেল আবারো ফাইনালের ট্রাজেডির নাম হয়ে রইলো! হেরেছি তো কি হয়েছে? ভালোবাসার জায়গাটায় এতটুকুও চিড় ধরবেনা।লঙ্কানদের হারিয়ে মুশফিক-রিয়াদরা সারা দেশে যে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলো তা এতো সহজেই ভুলে যাবেন? আশা রাখুন,এই দলটাই হয়তো সামনে অতীতের সকল ট্রাজেডিময় স্মৃতি ভুলানো কোন ম্যাচ উপহার দিবে।
টিম বাংলাদেশের পাশে ছিলাম,আছি এবং থাকবো