মানুষ।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমাদের চারপাশে রয়েছে অসংখ্য জনগণ। হ্যা আমি তাদেরকে সরাসরি জনগণ হিসেবেই বলছি কারণ তারা সবাই মানুষ না। মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষের মতো গঠন হলেই কেউ মানুষ হয় না। মানুষ হতে গেলে বিবেক থাকা লাগে মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা লাগে। যদি শুধু নিজের কামনা এবং পেটে অভুক্ত থাকার জন্য নিজেকে মানুষ মনে করেন তবে মনে রাখবেন কামনা কিন্তু পশুদেরও থাকে। খিদা কিন্তু কুকুর বিড়ালদেরও থাকে। আজ কথাগুলো বলার যথেষ্ট কারণ আছে। আমার চারপাশে যারা মানুষের মুখোশ পড়ে রয়েছে দিব্যি নিজেদের মানুষ বলে দাবি করছে তাদের কাজ দেখে আমি রীতিমতো হতাশ। মানুষ মানেই কী শুধু নিজের স্বার্থ চিন্তা করা? মানুষ মানেই কী শুধু অন্যের উপরে জুলুম নির্যাতন করা?
ইদানিং কেন জানি এসব বিষয় আমার মনকে আমার চিন্তা কে রীতিমতো প্রশ্নবিদ্ধ করছে। সৃষ্টিকর্তা মানুষ কে সৃষ্টি করেছে সৃষ্টির সেরা জীব হিসেবে। কিন্তু সেই মানুষ আজ বিবেক বুদ্ধি সব বিসর্জন দিয়ে কাজ করছে একেবারে অমানুষের মতো। বতর্মান সময়ের বাবা মা কে দেখা যায় নিজের সন্তানদের মানুষ করতে বেশ সিরিয়াস। মানুষ করার চেয়ে বলা উচিত সফল করতে বেশ সিরিয়াস। নিজের সন্তানকে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা বিসিএস ক্যাডার হতেই হবে। না নিজের সন্তানদের ভালো কামনা করা খারাপ কিছু না। প্রত্যেক বাবা মা চাই তার সন্তান ভালো কিছু করুক। কিন্তু বতর্মান সময়ের বাবা মা সন্তানদের শুধু বলে ভবিষ্যতে কী করতে হবে। কীভাবে সফল হতে হবে। একটা বারও বলে না তোমাকে সবার আগে মানুষ হতে হবে!!
প্রচলিত সমাজ ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেকেই হচ্ছে কিন্তু প্রকৃত মানুষ হচ্ছে কতজন?? বিষয় টা একবার চিন্তা করেন তো। আমাদের দেশে এমন বাবা মা পাওয়া যাবে না যারা তাদের সন্তানদের বলবে সবার আগে মানুষ হতে হবে। একজন শিশু বা কিশোর যদি তার পরিবারের থেকে এমন শিক্ষা না পায় তাহলে ভবিষ্যতে কীভাবে সে মানবিক গুণের অধিকারী হবে বলুন। জন্মের পরেই এদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে। জীবনে প্রচুর টাকার মালিক হতে হবে। একপর্যায়ে গিয়ে ঐ ছেলে ভুলে যায় আসলে সে একজন সফল ব্যক্তি সে কোন মানুষ না। এখানে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।
আপনার সন্তান সফল শিক্ষিত কিন্তু তার শিক্ষা তার সফলতা দেশের বা দেশের মানুষের কোন কাজে আসছে না। তাহলে ঐ শিক্ষার মূল্য কোথায়?? আমরা এখন শুধু নিজেদের চিন্তা করি অন্যের চিন্তা করা আমাদের কাছে বিলাসীতা। কিন্তু একজন মানুষের বৈশিষ্ট্য কখনোই এটা হতে পারে না। আপনি মানুষ হলে কখনোই অন্যায় করতে পারতেন না। আপনার বিবেক আপনাকে বাঁধা দিত। আপনি মানুষ হলে কখনোই আপনি অন্য কে ঠকাতে পারতেন না। কিন্তু এগুলো যখন খুব সহজেই আপনি করতে পারছেন। আপনার বিবেকের কোন তাড়না হচ্ছে না তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি মানুষ না। আপনি শুধু মানুষের আকৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কথাটা খারাপ শোনা গেলেও বাস্তব। মানুষ হওয়া মোটেই সহজ না। মানুষ হতে গেলে নিজেকে বড় কিছু ভাবা বাদ দেন। নিজেকে চিন্তা করুন সৃষ্টির সবচাইতে ক্ষুদ্র একটা জীব আপনি।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
god bless you
Daily task
https://x.com/Emon423/status/1922582897292144977?t=F34SsO1GEmeuowgud9F1pQ&s=19
https://x.com/Emon423/status/1922583127894962368?t=1TGbNYrTLewRuWoYZkl0TA&s=19
https://x.com/Emon423/status/1922583356463579580?t=z358z-HkoVSr2gz9UmXqig&s=19
https://x.com/Emon423/status/1922583493139128431?t=pC4UH8uFGGwEJNXBVzeUgA&s=19
https://x.com/Emon423/status/1922583788476862656?t=zPEALhgOyMEV0QhJX9k98Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমানে আসলেই যেমন শিক্ষার মূল্য নেই,তেমনি নিজের ইচ্ছের ও কোনো মূল্য নেই।আপনি সুন্দর ব্যাখ্যা করেছেন, কিন্তু এতে হিতে বিপরীত বেশি হয়।ধন্যবাদ আপনাকে।