মানুষ হতে পারলাম কই?
21-07-2025
৬ শ্রাবণ , ১৪৩২ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আজকে মনটা মোটেও ভালো নেই আসলে! আসলে দূর্ঘটনা সারা জীবনের কান্না। কিছুদিন আগে ভারতে বিমান দূর্ঘটনা ঘটেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়! কতো শত মানুষ নিহত হয়েছিল। কতো স্বপ্ন নিমিষেই শেষ হয়েছিল! কতো তরতাজা প্রাণ নিমিষেই নিভে গিয়েছিল! আসলে এমন দূর্ঘটনা কখনোই কেউ আশা করেনা! তবে হঠাৎ আসা এ দূর্ঘটনা মানুষের জীবনকেই শেষ করে দিয়ে যায়। সেদিনের বিমান দূর্ঘটনার খবরটা শুনে অনেক খারাপ লাগছিল আসলে! ঠিক আজকের দিনে আরেকটা দূর্ঘটনার সাক্ষী হলাম! দুপুর বেলা সোস্যাল মিডিয়া স্ক্রল করতেই খেয়াল করলাম বিমান দূর্ঘটনার খবর! যেটি ক্র্যাশ করেছিল মাইলস্টোন স্কুল এন্ড কলেজে!
মাইলস্টোনে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। ঢাকার ভিতরে ব্যস্ততম জায়গায় মাইলস্টোন অবস্থিত! উত্তরা দিয়াবাড়িতে যেটি অবস্থিত ছিল। বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান! বিমানটি ক্র্যাশ করেছিল ঠিক স্কুল ক্যান্টিনের এখানে যতদূর জানি! দুপুরবেলা সাধারণত টিফিন টাইম থাকে! এ সময় সবাই বাহিরে গিয়ে খাবার খেয়ে আসে তখন। আপনি একটা বিষয় খেয়াল করেন! শিক্ষার্থীরা যখন বাহিরে খেলাধুলা করছিল অথবা ক্লাস রুমে হৈ-হুল্লোড় করছিল ঠিক তখন বিমানটা ক্র্যাশ করে তখন কেমন হবে বিষয়টা!!! বিমানটা ক্র্যাশ করার পরই আগুন ছড়িয়ে পরে সবদিকে। স্কুলের ভিতরে থাকা অনেক শিক্ষার্থী বের হওয়ার চেষ্টা করে কিন্তু তারা বের হতে পারেনি।
আপনি চিন্তা করুন সে মুহূর্তটা! তখন কেমন আতঙ্কে ছিল। অনেকের শরীর আগুন ঝলসে গেছে! এখন পর্যন্ত পাওয়ার তথ্যের উপর ভিত্তি করে ১৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ১৭১ জনের মতো! বেশিরভাগই কোমলতি শিশু! সবচেয়ে খারাপ লাগলো যখন দেখলাম ক্লাস থ্রি এ পড়ে একটা মেয়ে নিহত হয় হয়েছে! তাদের আজ বাসায় ফেরার কথা ছিল সন্ধ্যার আগেই কিন্তু বাসা ফেরা হলো না আসলে! অনেক বাবা মা স্কুলের সামনে এসে আহাজারি করছে! কেউ তাদের সন্তাকে পেয়ে আনন্দে ভাসছে আবার কেউ তাদের সন্তানদের লাশের পাশে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে! এখন অনেক রক্তের প্রয়োজন! আমাদের ভার্সিটি থেকেও একদম টিম গিয়েছে রক্ত দিতে। এছাড়াও দেশের অনেক ভার্সিটি থেকে শিক্ষার্থীরা আসছেরক্ত দেয়ার জন্য।
তবে ইতোমধ্যে সবচেয়ে কষ্টের বিষয় হলো লাশ নিয়ে কনপিরেসি শুরু করে দিয়েছে! মৃত লাশকে নিয়ে শুরু হয়ে গিয়েছে ব্যবসা! হাসপাতালে একদল ক্ষমতা বড়াইয়ে মানুষকে পিষে দিচ্ছে! দিনশেষে তাদের মধ্যে মনুষ্যবোধ ছিল কি না সেটা আমার জানা নেই! টাকার লোভ আর ক্ষমতার লোভ বড্ড খারাপ জিনিস আসলে। এ ইমোশনাল জাতি ক্ষমতার লোভ করে বেশি! ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। এ জাতিকে কে রক্ষা করবে আমার জানা নেই! মানবিকার হাত বাড়ানো বড্ড প্রয়োজন। নয়তো সামনের দিনগুলো মোটেও ভালো যাবে না।
এমন আকস্মিক দূর্ঘটনা কারোরই কাম্য নয়! তবে আমাদের সিস্টেমেটিক সমস্যা রয়েছে। এ দায় এ সরকার, আমলা কি নিবে! আমার মনে হয় তাদের নেয়া উচিত ! এতো এতো টাকা খরচ করে, উন্নত সরঞ্জামে খরচ করতে দ্বিধা কিসের! নয়তো আবারো এমন দূর্ঘটনা ঘটবে, আবার তরতাজা প্রাণ ঝরে যাবে!
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মানুষ হওয়া শুধু জন্মগত বিষয় নয়, এটি একটি নিরন্তর প্রচেষ্টা। নিজের ভুলগুলো শুধরে, অন্যকে সাহায্য করে এবং নৈতিকতা বজায় রেখে চললে আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি।অন্য মানুষের অনুভূতি বুঝতে পারা, ক্ষমা করতে পারা এবং শ্রদ্ধা দেখানোই মানুষ হওয়ার মূল বিষয়। এগুলোই আমাদের পশুত্ব থেকে আলাদা করে।
একদম ঠিক বলেছেন ভাই!