মানবতাই সত্যিকারের ধর্ম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ২৮ ই সেপ্টেম্বর ২০২৫ ইং
মানবতা এমন এক অনুভূতি, যা সব ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে একত্রিত করে। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখা যায়, অসংখ্য যুদ্ধ, বিভেদ আর বৈরিতা সৃষ্টি হয়েছে ধর্ম বা মতাদর্শের নামে। কিন্তু সব কিছুর পরেও মানবতার মূল্যবোধই মানুষকে প্রকৃত অর্থে মানুষ হতে শিখিয়েছে। মানবতা হলো সেই শক্তি, যা ভিন্ন বিশ্বাস, ভিন্ন ভাষা কিংবা ভিন্ন সংস্কৃতির মানুষকে এক সুতোয় বেঁধে রাখে।
ধর্ম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, কিন্তু মানবতা সেই শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করার পথ দেখায়। এক ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়া, এক অসহায়কে সাহায্য করা, এক আহতকে সেবা করা এসবই মানবতার পরিচয়। এখানে কোনো জাতি বা ধর্মের সীমারেখা কাজ করে না। বরং হৃদয়ের বিশুদ্ধতা আর সহমর্মিতা দিয়েই মানুষ তার মহত্ত্ব প্রকাশ করে।
মানবতার সৌন্দর্য হলো, এটি কাউকে ছোট করে না, কাউকে বাদ দেয় না। একজন ধনী যেমন মানবতার পথে হাঁটতে পারে, তেমনি একজন দরিদ্রও পারে। এখানে প্রয়োজন শুধু আন্তরিকতা আর ভালোবাসার। এক শিশুর হাসি, এক বৃদ্ধের কৃতজ্ঞ দৃষ্টি কিংবা এক অসহায়ের স্বস্তির নিঃশ্বাস মানবতার সর্বোচ্চ পুরস্কার।
আজকের পৃথিবীতে আমরা যতই উন্নত প্রযুক্তি অর্জন করি না কেন, যতই আধুনিকতার ছোঁয়ায় জীবন সাজাই না কেন, যদি মানবতার আলো নিভে যায় তবে সব কিছুই অর্থহীন হয়ে পড়ে। মানবতা হলো সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে সমাজ হয় সুন্দর, পৃথিবী হয় বাসযোগ্য।
সত্যিকার অর্থে মানবতাই একমাত্র ধর্ম, যা সবাইকে এক ছাতার নিচে আশ্রয় দেয়। এ ধর্মে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো হিংসা, নেই কোনো স্বার্থপরতা। আছে কেবল ভালোবাসা, সহমর্মিতা আর পরস্পরের প্রতি মমত্ববোধ। তাই মানুষের জীবনের আসল অর্জন ধন সম্পদ নয়, ধর্মীয় জটিলতা নয় বরং মানবতার নিদর্শন রেখে যাওয়াই প্রকৃত মহত্ত্ব।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟