😊 হাসির কিছু মুহূর্ত…[১]
জীবনে হাসি-খুশি থাকা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই জানি। এমন অনেক সময় আসে, যখন মনটা খুব খারাপ থাকে। চারপাশের কোনো কিছুই তখন ভালো লাগে না। কিন্তু সেই সময়েই যদি হঠাৎ করে কোনো মজার কিছু চোখে পড়ে কিংবা কারো বলা একটা দুষ্টু-মিষ্টি কথা কানে আসে তখন না চাইলেও মুখ থেকে হিহি করে একটা হাসি বেরিয়ে আসে।
আর বিশ্বাস করুন, এই ছোট্ট একটা হাসিই আমাদের সেই খারাপ মুডটাকে ভালো করে দিতে পারে। এমন কিছু মুহূর্ত আমাদের জীবনে খুব দরকার। কারণ এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা, এগিয়ে যাওয়ার সাহস দেয়।
তাই ভাবলাম, আজ আপনাদের জন্য এমন একটি পোস্ট নিয়ে হাজির হই , যা আপনাদের একটু হলেও হাসাবে। মানে আজকের পোস্টটা পুরোপুরি কৌতুক নিয়ে। আশা করছি এই ভিন্নধর্মী আর প্রাণখোলা পোস্ট সবার ভালো লাগবে।
চলুন তাহলে শুরু করা যাক… 😄
এক পাগলের কান্ড
একবার এক পাগল হাসপাতালে ভর্তি হয়েছে। সে সারাক্ষণ একটা লাল খাতার পেছনে ছোটাছুটি করে।
ডাক্তার গিয়ে জিজ্ঞেস করলেন,
— এই যে ভাই, কী করো?
পাগলঃ দেখেন না! ইঁদুর ধরছি।
ডাক্তার একটু অবাক হয়ে বললেন,
— খাতার ভিতরে ইঁদুর আছে?
পাগলঃ না, খাতার পেছনে।
ডাক্তার বললেন,
— তাহলে খাতাটা উল্টে দেখো না কেন?
পাগলঃ আরে ধুর! উল্টে দেখলে তো পালিয়ে যাবে!
এই বলে পাগল আবার দৌড় শুরু করলো খাতার পেছনে। ডাক্তার তখন আর কিছু না বলে হেসে হেসে বললেন,
— একেই বলে প্রফেশনাল ডেডিকেশন!
বেরিয়ে এসে অন্য এক রোগীকে ডাক্তার জিজ্ঞেস করলেন,
— এই যে ভাই, তুমি আবার কেন ভর্তি?
রোগীঃ স্যার, আমি ওর বস।
ডাক্তারঃ মানে?
রোগীঃ ও ইঁদুর ধরে, আমি লাইন দিই।
ডাক্তার এবার মাথায় হাত দিয়ে বললেন,
— এ ওয়ার্ড তো পুরো কমেডি ক্লাব!
এরপর ডাক্তার গেলেন আরেক রোগীর কাছে।
— আচ্ছা ভাই, আপনি কোন সমস্যা নিয়ে ভর্তি?
রোগীঃ আমি ওদের খাতা সার্ভিস করি। মানে খাতায় যদি কোনো দাগ পড়ে বা ছিঁড়ে যায়, আমি সেটা রিপেয়ার করি।
ডাক্তারঃ (হতবাক) এই হাসপাতাল তো পুরো সিরিয়াস কৌতুকের জায়গা হয়ে গেছে।
শেষ পর্যন্ত ডাক্তার আর থাকতে পারলেন না। হো হো করে হেসে উঠলেন। আর নিজের মনেই বললেন,
"কিছু কিছু পাগলামি না থাকলে জীবন বড় বেশি ফ্যাকাসে হয়ে যেত!"
আসলে আমরা সবাই নিজের মতো করে কিছু না কিছু পাগলামি করি। আর জীবনে এই ছোট্ট ছোট্ট পাগলামি, হাসি-ঠাট্টাগুলোই আমাদের বাঁচিয়ে রাখে। তাই হাসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Daily Tasks
Comment Link:-
https://x.com/mohamad786FA/status/1916565428710916124?t=kEzFeLleAz-80n0MPkleTg&s=19
https://x.com/mohamad786FA/status/1916565648500744639?t=D1O6jOIFB6_sxJvxqGkfeg&s=19
SS.
Upvoted! Thank you for supporting witness @jswit.