হাসির কিছু মুহূর্ত…[১২]
জীবনে হাসি-ঠাট্টা কতটা দরকারি, তা তো আর বলে দিতে হবে না। মন খারাপের দিনে হুট করে কারো বলা একটা দুষ্টুমি, কিংবা চোখের সামনে ঘটে যাওয়া কোনো মজার কাণ্ড মুহূর্তেই আমাদের মন ভালো করে দেয়।তাই ভাবলাম, আগের সপ্তাহের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসি কিছু হাসির মুহূর্ত। মানে পুরাই দম ফাটানো কিছু কৌতুক।
চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক...
WiFi চাচা বনাম গ্রামীণ হ্যাকার 📶😂
সিরাজগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে সম্প্রতি একজন নতুন ভদ্রলোক এসেছেন শহর থেকে। তাঁর নাম জালাল চাচা, তবে সবাই তাকে এখন WiFi চাচা বলে ডাকে। কারণ, তিনি তার নতুন একতলা দোচালা বাড়িতে একমাত্র মানুষ যে WiFi সংযোগ এনেছেন! আর পুরো গ্রামে সেটাই যেন একমাত্র আকর্ষণ!
WiFi চাচার বাড়ির গেটে লেখা আছে:
“WiFi Password চাইলেই পাওয়া যাবে, তবে ১ ঘণ্টা গরুর পিঠে ঘাস কেটে দিতে হবে।”
গ্রামের তরুণরা ভেবেছিল ব্যাপারটা মজা, কিন্তু চাচা সিরিয়াস! প্রতিদিন সকালে দুই-তিনজন করে যুবক WiFi-এর আশায় ঘাস কেটে চলেছে। কেউ কেউ তো ঘাস কেটেও ফিরে যাচ্ছে চাচা শুধু বলছেন,
“ঘাস কাটার মানে ওয়াইফাই পাওয়া না, ভাই! এটা তো প্রাক্টিকাল পরীক্ষা।”
একদিন গ্রামের সবচেয়ে চালাক ছেলে আলাল ঠিক করল, সে আর ঘাস কাটবে না, বরং প্রযুক্তির সাহায্যে WiFi হ্যাক করবে।
রাতের অন্ধকারে, লুঙ্গি পরে কাঁধে একটা ল্যাপটপ ঝুলিয়ে সে WiFi চাচার বাড়ির পেছনের দেয়ালে উঠে গেল। গুগলে সার্চ দিল:
“How to hack WiFi in village without getting caught.”
হঠাৎ চাচার পোষা হাঁস “বাচ্চু” ডাক দিল: "ব্যাক ব্য়াক ব্য়াক!!"
চাচা জানালা খুলে দেখেন আলাল ল্যাপটপ নিয়ে দেয়ালের উপর বসে।
চাচা বললেন,
“এই যে পিচ্চি হ্যাকার সাহেব! WiFi চাইলে তো আগেই বলতি! দেয়ালে উঠার কি দরকার?”
আলাল গম্ভীর গলায় বলল,
“চাচা, আমি Ethical Hacker। আমি মানুষের অনুমতি নিয়েই হ্যাক করি!”
চাচা বললেন,
“তাই নাকি? তাহলে নিচে নেমে আয়, আমি তোকে ফ্রিতে WiFi দিব। কিন্তু একটা শর্ত আছে।”
আলাল খুশি হয়ে নিচে নামল। চাচা তাকে বললেন,
“WiFi পাসওয়ার্ড চাইলে হাঁস বাচ্চুর জন্য সকাল-বিকাল ভাতের মাড় দিতে হবে।”
আলাল একটু চিন্তা করে রাজি হয়ে গেল। তারপর চাচা পাসওয়ার্ড বললেন:
MurgirHaat@2025
আলাল পাসওয়ার্ড টাইপ করে বলল,
চাচা, ভুল দেখাচ্ছে!
চাচা হেসে বললেন,
হ্যা ভাই, কপি পেস্ট করলে হবে না। আগে হাঁসের সাথে সেলফি তুলবি, তারপরই পাসওয়ার্ড কাজ করবে!
সেই থেকে আজও গ্রামের যুবকদের মধ্যে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে:
“হাঁস-বান্ধব WiFi লাভার ক্লাব” 🐥📶
আসলে জীবনটা অনেক ছোট। সবসময় সিরিয়াস হয়ে থাকা যায় না। মাঝেমধ্যে এমন হাসি-ঠাট্টা, পাগলামি দরকার। তাতে মনও ভালো থাকে, দিনটাও জমে যায়।তাই বলব - হাসুন, খুশি থাকুন। কারো খারাপ দিনটা একটুখানি ভালো করে দিতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় আনন্দ।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily Tasks
Comment link
https://x.com/mohamad786FA/status/1953501911287816650?t=ZIMLhUNh_0gxd_In8J1FSA&s=19
ss
X-Promotion
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5