লড়াই করতে জানা মানুষের কিসের হারার ভয়।
সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন।
বন্ধুরা বরাবরের মতো আজ আবার আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম তো চলুন শুরু করি।
প্রথমেই বোঝা দরকার লড়াই মানেই শুধু যুদ্ধক্ষেত্র বা কারো বিরুদ্ধে অস্ত্র ধরে দাঁড়ানো নয় লড়াই হতে পারে নিজের জীবনের সঙ্গে পরিস্থিতির সঙ্গে সমাজের বাঁধাধরা নিয়মের সঙ্গে নিজের দুর্বলতার সঙ্গে এমনকি নিজের ভিতরের ভয় বা ব্যর্থতার সঙ্গেও।
লড়াই শিখলে কি বদলে যায় হ্যাঁ একজন মানুষ যখন জীবনের কঠিন মুহূর্তে নিজেকে টিকিয়ে রাখে নিজের সমস্যার মুখোমুখি হতে শেখে তখন সে ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে ওঠে তখন সে আর সহজে ভেঙে পড়ে না কষ্টে কান্না পেলেও উঠে দাঁড়ানোর সাহস হারায় না কারণ সে জানে হার না মানলেই জয় সম্ভব।
দৃষ্টিহীন ও শ্রবণশক্তিহীন এক মেয়ে যার জীবন শুরু হয়েছিল প্রায় অন্ধকার দিয়ে। কিন্তু তার লড়াই অধ্যবসায় আর শিক্ষিকার সহায়তায় তিনি বিশ্বজোড়া পরিচিত একজন লেখক ও সমাজকর্মী হন তাঁর গল্প প্রমাণ করে শারীরিক সীমাবদ্ধতা মানুষকে আটকে রাখতে পারে না যদি তার মানসিক শক্তি অদম্য হয়।
সৌরভ গাঙ্গুলি
আমাদের আশেপাশেই প্রতিদিন আমরা দেখি কতো মা-বাবা তাদের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানদের জন্য সংগ্রাম করেন তারা নিজের স্বপ্নকে না বললেও সন্তানদের বড় করার লড়াই চালিয়ে যান দিনের পর দিন। তাদের কোনো চাকরি হয়তো বড় নয় কিন্তু তাদের আত্মত্যাগ অসীম।
যে মানুষ লড়াই করতে জানে তার কাছে ভয় শব্দটা নতুন কিছু নয় সে জানে ভয় আসবে ব্যর্থতা আসবে কিন্তু এই সব কিছু পার করেই যেতে হবে সামনের দিকে।
ভয় কাকে বলে?
ব্যর্থ হওয়ার ভয়
লোকের কথা শোনার ভয়
নিজের ভুলের ভয়
স্বপ্ন পূরণ না হওয়ার ভয়
এই সবকিছু তখনই কাবু করতে পারে যখন মানুষ লড়াই করতে জানে না কিন্তু যে ব্যক্তি যুদ্ধ করতে শিখে গেছে সে এসব ভয়কে সঙ্গী করে পথ চলতে শেখে সে জানে ভয় থাকাটাই স্বাভাবিক কিন্তু ভয় পেয়ে থেমে যাওয়াটা পরাজয়।
লড়াই করতে জানা মানুষ ব্যর্থতাকে ভয় পায় না বরং তা থেকে শিক্ষা নেয় সমাজের চাপে কী করা উচিত আজকের দিনে সমাজ আমাদের নানাভাবে বাঁধা দেয় কে কি বলবে কি করবো কি পড়বো কোথায় চাকরি করবো সবকিছুতে সমাজের একটা রুলবুক চলে কিন্তু লড়াই করা মানুষরা নিজের ভিতরের ডাক শুনে পথ ঠিক করে তারা জানে সবার মন রক্ষা করা সম্ভব নয় তাই নিজের লক্ষ্য আর আত্মবিশ্বাস নিয়েই পথ চলাই শ্রেয়।
লড়াই মানেই একা নয়
অনেকেই ভাবে লড়াই মানেই সব কিছু একা একা করতে হবে কিন্তু আসলে তা নয়। লড়াই মানে নিজের দায়িত্ব নেওয়া নিজের দুর্বলতা চিনে তা কাটিয়ে ওঠার চেষ্টা করা এই পথে কখনো পরিবার বন্ধু শিক্ষক বা সহকর্মীরা পাশে থাকতে পারে। সাহায্য চাওয়া দুর্বলতা নয় বরং তা এক ধরনের প্রজ্ঞা।
সর্বশেষ একটা কথাই বলবো তাই বলা হয় লড়াই করতে জানা মানুষের কিসের হারার ভয় তারা জানে আজ না হোক কাল জয় আসবেই কারণ তারা থেমে যায় না হেরে মানে না স্বপ্ন দেখা ছাড়ে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.