লড়াই করতে জানা মানুষের কিসের হারার ভয়।

in Incredible India8 days ago

জীবন কখনোই একরকম চলে না কখনো সুখ কখনো দুঃখ কখনো শান্তি আবার কখনো ঝড় সব কিছুই জীবনের অঙ্গ তবে এই জীবনের পথে যে মানুষ লড়াই করতে শিখে যায় সে কোনো পরিস্থিতিতেই সহজে হার মানে না কারণ সে জানে পথ যত কঠিন হোক চেষ্টা থামিয়ে দিলে তবেই পরাজয় আসে তাই বলা হয় লড়াই করতে জানা মানুষের কিসের হারার ভয়।

1000396519.jpgPexels:

সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন।

বন্ধুরা বরাবরের মতো আজ আবার আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম তো চলুন শুরু করি।

লড়াই কি শুধু যুদ্ধ

প্রথমেই বোঝা দরকার লড়াই মানেই শুধু যুদ্ধক্ষেত্র বা কারো বিরুদ্ধে অস্ত্র ধরে দাঁড়ানো নয় লড়াই হতে পারে নিজের জীবনের সঙ্গে পরিস্থিতির সঙ্গে সমাজের বাঁধাধরা নিয়মের সঙ্গে নিজের দুর্বলতার সঙ্গে এমনকি নিজের ভিতরের ভয় বা ব্যর্থতার সঙ্গেও।

যে ছাত্র প্রতিদিন পড়াশোনা করে নানা চ্যালেঞ্জ পেরিয়ে পরীক্ষায় সফল হয় সেও একজন যোদ্ধা যে গরীব বাবা মায়ের সন্তানকে মানুষ করতে অমানুষিক পরিশ্রম করেন সেও লড়াকু যে নারী সমাজের চোখ রাঙানি সয়ে নিজের পায়ে দাঁড়ায় সেও সংগ্রামী লড়াই আসলে মানসিক শক্তির একটা রূপ যা মানুষকে বারবার ওঠে দাঁড়াতে শেখায়।

লড়াই শিখলে কি বদলে যায় হ্যাঁ একজন মানুষ যখন জীবনের কঠিন মুহূর্তে নিজেকে টিকিয়ে রাখে নিজের সমস্যার মুখোমুখি হতে শেখে তখন সে ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে ওঠে তখন সে আর সহজে ভেঙে পড়ে না কষ্টে কান্না পেলেও উঠে দাঁড়ানোর সাহস হারায় না কারণ সে জানে হার না মানলেই জয় সম্ভব।

লড়াই মানুষকে শেখায় ধৈর্য রাখতে আশা না হারাতে নিজের ওপর বিশ্বাস রাখতে ছোট ছোট জয়কে গুরুত্ব দিতে ব্যর্থতা থেকে শিক্ষা নিতে এই শিক্ষাগুলোই তাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে জীবনের গল্পে লড়াই।

1000396520.jpgPexels:

দৃষ্টিহীন ও শ্রবণশক্তিহীন এক মেয়ে যার জীবন শুরু হয়েছিল প্রায় অন্ধকার দিয়ে। কিন্তু তার লড়াই অধ্যবসায় আর শিক্ষিকার সহায়তায় তিনি বিশ্বজোড়া পরিচিত একজন লেখক ও সমাজকর্মী হন তাঁর গল্প প্রমাণ করে শারীরিক সীমাবদ্ধতা মানুষকে আটকে রাখতে পারে না যদি তার মানসিক শক্তি অদম্য হয়।

সৌরভ গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেটে এক সময় রাজনীতির কারণে বাদ পড়ে যাওয়া এক খেলোয়াড় যিনি আবার ফিরে এসেছিলেন অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে ভারত বিশ্বজুড়ে নতুন চেহারা পায় সৌরভ গাঙ্গুলির লড়াই শুধু মাঠে নয় মাঠের বাইরেও ছিল তিনি প্রমাণ করেন লড়াকু মানসিকতা থাকলে কেউ আপনাকে বেশিদিন দমিয়ে রাখতে পারে না।

আমাদের আশেপাশেই প্রতিদিন আমরা দেখি কতো মা-বাবা তাদের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানদের জন্য সংগ্রাম করেন তারা নিজের স্বপ্নকে না বললেও সন্তানদের বড় করার লড়াই চালিয়ে যান দিনের পর দিন। তাদের কোনো চাকরি হয়তো বড় নয় কিন্তু তাদের আত্মত্যাগ অসীম।

যে মানুষ লড়াই করতে জানে তার কাছে ভয় শব্দটা নতুন কিছু নয় সে জানে ভয় আসবে ব্যর্থতা আসবে কিন্তু এই সব কিছু পার করেই যেতে হবে সামনের দিকে।

ভয় কাকে বলে?

ব্যর্থ হওয়ার ভয়

লোকের কথা শোনার ভয়

নিজের ভুলের ভয়

স্বপ্ন পূরণ না হওয়ার ভয়

এই সবকিছু তখনই কাবু করতে পারে যখন মানুষ লড়াই করতে জানে না কিন্তু যে ব্যক্তি যুদ্ধ করতে শিখে গেছে সে এসব ভয়কে সঙ্গী করে পথ চলতে শেখে সে জানে ভয় থাকাটাই স্বাভাবিক কিন্তু ভয় পেয়ে থেমে যাওয়াটা পরাজয়।

1000396521.jpg
Pexels:

ব্যর্থতা মানেই শেষ নয় আমরা অনেকেই একটা ভুল ধারণা রাখি একবার চেষ্টা করলাম ব্যর্থ হলাম বুঝি আমি অযোগ্য এই চিন্তাটাই ভুল একজন সফল মানুষ দশবার পড়ে যায় কিন্তু এগারোতম বার দাঁড়িয়ে যায় সফলতা একটা ফলাফল নয় এটা একটা পথ যেখানে অনেক ব্যর্থতার মধ্য দিয়েই যেতে হয়।

লড়াই করতে জানা মানুষ ব্যর্থতাকে ভয় পায় না বরং তা থেকে শিক্ষা নেয় সমাজের চাপে কী করা উচিত আজকের দিনে সমাজ আমাদের নানাভাবে বাঁধা দেয় কে কি বলবে কি করবো কি পড়বো কোথায় চাকরি করবো সবকিছুতে সমাজের একটা রুলবুক চলে কিন্তু লড়াই করা মানুষরা নিজের ভিতরের ডাক শুনে পথ ঠিক করে তারা জানে সবার মন রক্ষা করা সম্ভব নয় তাই নিজের লক্ষ্য আর আত্মবিশ্বাস নিয়েই পথ চলাই শ্রেয়।

লড়াই মানেই বিশাল কিছু হওয়া দরকার নেই। প্রতিদিনের ছোট ছোট জয়ই বড় জয়ের দিকে নিয়ে যায়। যেমন সকালে ঠিকমতো উঠে পড়া পড়াশোনায় মনোযোগ দেয়া নিজেকে নিয়মিত উন্নত করার চেষ্টা করা নিজের ভুল স্বীকার করে তা সংশোধন করা এই ছোট ছোট অভ্যাসগুলোই মানুষকে লড়াকু করে তোলে।

লড়াই মানেই একা নয়

অনেকেই ভাবে লড়াই মানেই সব কিছু একা একা করতে হবে কিন্তু আসলে তা নয়। লড়াই মানে নিজের দায়িত্ব নেওয়া নিজের দুর্বলতা চিনে তা কাটিয়ে ওঠার চেষ্টা করা এই পথে কখনো পরিবার বন্ধু শিক্ষক বা সহকর্মীরা পাশে থাকতে পারে। সাহায্য চাওয়া দুর্বলতা নয় বরং তা এক ধরনের প্রজ্ঞা।

জীবন একটা বড় পরীক্ষা এখানে বারবার পড়ে যাওয়া অস্বাভাবিক নয় কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোই একমাত্র সত্যিকার বিজয় যে মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনে নেয় সে বাইরের কোনো হুমকিকেই ভয় পায় না।

সর্বশেষ একটা কথাই বলবো তাই বলা হয় লড়াই করতে জানা মানুষের কিসের হারার ভয় তারা জানে আজ না হোক কাল জয় আসবেই কারণ তারা থেমে যায় না হেরে মানে না স্বপ্ন দেখা ছাড়ে না।

1000351974.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...