স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো নিজের স্বপ্নকে বাস্তবায়ন করো।

in Incredible India2 months ago

মানুষের জীবনে স্বপ্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন মানুষকে এগিয়ে চলার প্রেরণা জোগায় একজন মানুষ যদি নিজের জীবনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য না ঠিক করে তাহলে তার জীবন হবে দিশাহীন নৌকার মতো ঠিক যেমন নৌকায় মাঝি না থাকলে তা কোথায় যাবে কেউ জানে না তেমনি মানুষ যদি স্বপ্ন না দেখে তাহলে তার জীবনের কোনও সঠিক দিক থাকবে না।

1000375637.jpg Pexels:

সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন আমি অনেক ভালো এবং সুস্থ আছি।

বরাবরের মতো আজ আমার আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম স্বপ্নে দেখা ভালো স্বপ্ন ছাড়া গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব না।

স্বপ্ন দেখা ভালো আর সেই স্বপ্নকে বাস্তবায় পরিণত করতে হলে অবশ্যই পরিশ্রমের প্রয়োজন আছে পরিশ্রম ছাড়া কখনো স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব না আপনি যে কোন কাজ করেন না কেন সে ক্ষেত্রে আপনার পরিশ্রমের দিকে গুরুত্ব দেওয়া খুবই জরুরী আপনার মন স্থির করতে হবে আপনি একটা গন্তব্যস্থান ঠিক করুন যে আমি ওই জায়গায় যেতে পারব বা আমাকে যেতে হবেই তাহলে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন।

স্বপ্ন দেখার অর্থ এই নয় যে শুধু কল্পনার জগতে ভেসে বেড়াতে হবে বাস্তবতার সাথে মিল রেখে নিজের মনের গভীর ইচ্ছাগুলোকে স্বপ্নে পরিণত করতে হবে একজন ছাত্র স্বপ্ন দেখবে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিজ্ঞানী অথবা যে কোনো পেশাজীবী হওয়ার আবার কেউ কেউ চায় গায়ক অভিনেতা বা খেলোয়াড় হতে এই স্বপ্নগুলোই আমাদের জীবনকে সুন্দর ও গঠনমূলক পথে চালিত করে।

1000375638.jpg
Pexels:

তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্ন পূরণ করতে হলে প্রয়োজন কঠোর পরিশ্রম কেউই একদিনে সফল হয় না ইতিহাসে আমরা অনেক বিখ্যাত ব্যক্তির কথা পড়েছি যাঁরা ছোটবেলায় ছিল খুবই সাধারণ কিন্তু কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তাঁরা নিজেদের জীবনে সাফল্য অর্জন করেছেন যেমন ধরুন থমাস আলভা এডিসন তিনি হাজার বার ব্যর্থ হয়েছেন কিন্তু তবুও হাল ছাড়েননি তারই ফল হিসেবে আমরা পেয়েছি বৈদ্যুতিক বাতি যদি তিনি পরিশ্রম না করতেন তাহলে হয়তো আজ আমরা আলোয় আলোকিত হতে পারতাম না।

একইভাবে আমাদের নিজেদের জীবনেও কঠোর পরিশ্রম করতে হবে আমাদের পড়াশোনা কাজ বা যে কোনো ক্ষেত্রেই যদি আমরা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা সফল হতে পারব সফলতা কোনোদিন সহজে আসে না কিন্তু ধারাবাহিক চেষ্টা এবং ধৈর্য থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।

নিজের লক্ষ্য নির্ধারণ করা ও তা অর্জনের জন্য কাজ করাও খুবই জরুরি লক্ষ্যহীন জীবন হলো বৃথা জীবন মনের ভিতর যদি কোন লক্ষ্য না থাকে তাহলে তো সে দিনে দিনে অলস হয়ে পড়বে তার কোন গন্তব্য নেই সে কোথায় গিয়ে থামবে বা তার মনের ইচ্ছা কি করতে চায় এভাবে কখনো লক্ষ্য স্থানে পৌঁছানো যায় না ছোটবেলা থেকেই আমাদের একটি পরিষ্কার লক্ষ্য তৈরি করা উচিত এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে অনেক সময় লক্ষ্য অর্জনের পথে বাধা আসতে পারে কিন্তু আমাদের সাহস হারানো যাবে না মনে রাখতে হবে ব্যর্থতা হলো সফলতার প্রথম সিঁড়ি।

1000375639.jpg
Pexels:

এছাড়া আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাবও অনেক গুরুত্বপূর্ণ যদি আমরা নিজের ওপর বিশ্বাস রাখি এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাই তাহলে একদিন বড় কিছু অর্জন করাও সম্ভব নিজের উপর বিশ্বাস রাখা মানে নিজের শক্তি ও সামর্থ্যকে চিনে নেওয়া অন্যেরা কী বলল তা নিয়ে বেশি চিন্তা না করে নিজের পথে এগিয়ে যেতে হবে নিন্দুকের কাজ নিন্দা করা তাই কি আমি বসে থাকবো আমি আমার কাজ করে যাব যতক্ষণ পর্যন্ত আমি স্বাবলম্বী না হতে পারব আমার লক্ষ্য স্থানে পৌঁছতে না পারবো ততক্ষণ পর্যন্ত মানুষের মানুষের মতো কথা বলতেই থাকবে কিন্তু যখনই আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে যাব আমি স্বাবলম্বন হাতে পাব তখন মানুষের মুখ নিজে থেকেই চুপ হয়ে যাবে এজন্য নিজের মনকেও শক্ত করতে হবে।

সবশেষে আমি একটা কথা বলতে চাই স্বপ্ন দেখা কঠোর পরিশ্রম করা ও নিজের লক্ষ্য অর্জন করা এই তিনটি ধাপ একজন মানুষকে জীবনে সফলতার চূড়ায় পৌঁছে দেয় তাই আসুন আমরা সবাই বড় স্বপ্ন দেখি সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করি এবং একদিন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাই কারণ সফলতা শুধু কিছুমাত্র মানুষের জন্য নয় যারা পরিশ্রম করে তাদের জন্যও সফলতা অপেক্ষা করে।

আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পরিদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখার ভিতর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমার সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন।

1000351974.gif

Sort:  
Loading...
 last month 

আমাদের মধ্যে কিছু মানুষ আছে স্বপ্ন দেখে সে অনেক টাকা ইনকাম করবে অনেক কিছু করবে কিন্তু একদিন কাজ করার পর দ্বিতীয় দিন সে ঘুমিয়ে যায় আর তার কাছে মনে হয় তার স্বপ্ন এমনিতেই পূরণ হয়ে যাবে তবে আমার কাছে মনে হয় ঘুমিয়ে থাকলে স্বপ্ন কখনোই পূরণ হয় না।

স্বপ্ন পূরণ করার জন্য আমরা যে লক্ষ্য স্থির করি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হয় আপনি যেমন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন ঠিক তেমনি আমার জায়গা থেকে আমাকেও আমার পরিশ্রমের গুরুত্ব দিতে হবে আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি অনেক টাকার মালিক হয়ে যাব তবে সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।