Contest of July#2 by @sduttaskitchen| Show your talents!
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের মাঝে আমাদের এডমিন ম্যাম @sduttaskitchen (78) আইডি দ্বারা এই প্রতিভা চমৎকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। আসলে আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্য কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে।
হয়তোবা একটি মানুষের প্রতিভা প্রকাশ পায় আবার অনেক মানুষের প্রতিভা প্রকাশ পায় না। বিভিন্ন কাজের মাধ্যমে আমরা আমাদের প্রতিভা প্রকাশ করি। যাইহোক আমি চেষ্টা করব এই প্রতিযোগিতার নিয়ম অনুসারে এবং যে সকল প্রশ্ন রাখা হয়েছে তার সঠিক ভাবে উত্তর দেয়ার জন্য।
আমার নিজস্ব প্রতিভার কথা।
আমি বাহিরের দেশে আছি আপনারা সবাই জানেন এবং আমি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আমার প্রতিভা মনে করি আমি খুবই ভালো ছবি ধারণ করতে পারি। আমি অন্য মানুষের ছবি ধারণ করলে তার ছবি অনেক সুন্দর হয়। কিন্তু অন্য মানুষের দ্বারা আমার নিজের ছবি ধারণ করলে সেই ছবি গুলো আমার কাছে কেনো জানি ভালো লাগেনা। তবে আমি সব চেয়ে বেশি ছবি ধারণ করে আনন্দিত পাই যখন কোন প্রাকৃতিক সৌন্দর্য আমি আমার নিজের মোবাইলে ক্যামেরায় বন্দি করতে পারি।
নিজের মোবাইলে প্রাকৃতিক দৃশ্য বন্দি করা এক অন্যতম শান্তি আমি খুঁজে পাই। যে শান্তি আমি কোথাও অনুভব করতে পারি না। প্রাকৃতিক দৃশ্য নিজের মোবাইলে বন্দী করে রাখা একটি শিল্প বলে আমি মনে করি। এবং এটি আমাদের এক ধরনের প্রতিভা। তাই আমি সব সময় যখন সুযোগ পাই তখন প্রাকৃতিক দৃশ্য আমার নিজের মোবাইলে বন্দী করে রাখি। তার কিছু ছবি নিয়ে আজকের এই প্রতিযোগিতা আমি অংশগ্রহণ করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
নিচে কিছু প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি আশা রাখি ভালো ভাবে দিতে পেরেছি।
এই প্রতিযোগিতায় প্রশ্ন রাখা হয়েছে।
When did your interest grow in your selected talent?
আমার নির্বাচিত প্রতিভার প্রতি আগ্রহ সবচেয়ে বেশি বেড়েছে আমি যখন থেকে steem এ কাজ শুরু করেছি। আমি বাড়ি থাকতে আমার নিজের মোবাইলে ছবি ধারণ করে রাখতে পারলে ভালো লাগতো। কিন্তু প্রাকৃতিক দৃশ্য এবং অন্য কোনো ভালো দৃশ্য নিজের মোবাইলে বন্দী করে রাখার আগ্রহ সবচেয়ে বেশি বেড়েছে। যখন থেকে আমি steem এ কাজ শুরু করেছি। কারন আমি সব সময় চেষ্টা করেছি আমার steem বন্ধুদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য। তাই আমার ছবি ধারণ করার প্রতি আগ্রহ অনেকটা বেড়ে গিয়েছে।
Do you get any training, or do you learn your talent on your own?
আসলে ফটোগ্রাফি ধারণ করতে গেলে অন্য মানুষের কাছ থেকে শিক্ষা নেয়া লাগে বলে আমার মনে হয় না। আমরা যখন আমাদের মোবাইলে বা ক্যামেরার মাধ্যমে ছবি ধারণ করি। তখন নিজেদের নজর পছন্দ মতো যদি সেই ছবিটি ধারণ করি তাহলে অবশ্যই ছবিটি দেখতে ভালো হয়। এবং নিজের পছন্দ অনুযায়ী প্রাকৃতিক সৌন্দর্য বা বিভিন্ন স্থানের নিজের মোবাইল বন্দী করা একটি আনন্দের বিষয়। তাই আমি ফটোগ্রাফি ধারণ করতে কোন মানুষের শিক্ষা ছাড়া নিজের দ্বারা ছবিটি ধারণ করার চেষ্টা করি এবং এটি আমার নিজস্ব প্রতিভা।
How can this talent be useful for you and others?
ফটোগ্রাফি ধারণ করা আমার এবং অন্য মানুষের সব চেয়ে বেশি সুবিধা হতে পারে। নিজেদের মোবাইলে বন্ধ করে রাখলে এটি আমাদের কাছে একটি স্মৃতি হয়ে থাকে। এবং এই স্মৃতি আমরা যতো দিন বাঁচবো ততদিন আমাদের মোবাইলে থাকবে। যদি আমরা নিজেদের কোন স্মৃতির দিন মনে না রাখতে পারি। তখন আমরা এই ছবিটি দেখলে সেই দিনের কথা আমাদের মনে থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত ফটোগ্রাফি ধারণ করে নিজেদের মোবাইলে বন্ধ করে রাখা এবং এটি আমাদের সবার জন্য কার্যকরী হবে।
Do you believe we all have some hidden talents? Justify.
আমি অবশ্যই বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে কোনো না কোনো প্রতিভা আছে। এবং সেই প্রতিভা আমাদের খুবই প্রয়োজনীয় হয়ে থাকে। কারণ প্রতিভা যদি মানুষের মধ্য না থাকতো তাহলে আমরা সুন্দর সুন্দর ঘরবাড়ি বা বিভিন্ন নতুন জিনিস গুলো দেখতে পেতাম না। আমরা যখন একটি নতুন জিনিস দেখতে পাই তাতে কোন না কোন মানুষের প্রতিভা দিয়ে তৈরি হয়েছে। তাই আমরা এই সুন্দর জিনিস গুলো উপভোগ করি এবং দেখতে পাই। প্রতিভা মানুষের মধ্যে না থাকলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম তখন আমরা কোন সুন্দর জিনিস উপভোগ করতে পারতাম না।
কোন মানুষের মধ্যেও গানের প্রতিভা থাকে তাইতো আমরা গান শুনতে পাই। কোন মানুষ ভালো নাচতে পারে তাইতো আমরা নাচ দেখে মনে আনন্দ নিয়ে আসতে পারি। কোন মানুষ ভালো রান্না করতে পারে। তাই তো আমরা ভালো রান্না খেতে পারি। যাই হোক এমন ভাবে অনেক মানুষের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে। সেই প্রতিভা গুলো আমাদের মানুষের সামনে উপস্থাপনা করতে হবে। না হলে প্রতিভা গুলো নিজের মনে থেকে যাবে।
বন্ধুরা জানি না আমি এই প্রতিযোগিতার উত্তর গুলো সঠিক ভাবে দিতে পেরেছে কি না। তবে চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে সঠিক ভাবে উত্তর দেয়ার জন্য। এবং এই প্রতিযোগিতার নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রিত জানাচ্ছি।@sayeedasultana @mou.sumi @muktaseo
My Twitter share 👇
https://x.com/MDbayez29442036/status/1814254022142153028
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার সারাদিনে কাজকর্ম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্টে ছবিগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। আপনার মত আমিও স্টিমিটে কাজ শুরু করার পর থেকেই যেখানে যাই ছবিগুলো সংগ্রহ করে রাখার চেষ্টা করি। ফটোগ্রাফি লালন করা সত্যি সবার পক্ষেই সুবিধা। এটা ঠিক যতদিন বাঁচবো ছবিগুলো স্মৃতি হয়ে আমাদের মধ্যে থেকে যাবে। অবশ্যই প্রত্যেক মানুষের ভেতর কিছু না কিছু প্রতিভা লুকিয়ে রয়েছে। প্রতিযোগিতা কি ছিল তা আমার জানা নেই ।তবে আপনি যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো প্রত্যেকটি সঠিক।
সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর মন্তব্য শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। এবং এটি আমার সারাদিনের কার্যক্রম নয় এটি ছিলো আমাদের এডমিন নামের আইডি থেকে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।
এবং একদমই তাই আমাদের প্রত্যেকটা মানুষের মধ্য কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে যে প্রতিভা গুলো কখনো কখনো প্রকাশ পায় আবার কখনো কখনো প্রকাশ পায় না।
ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার প্রতিভা আমাদের কাছে ফুটিয়ে তোলার জন্য ।
প্রতিযোগিতার প্রতিটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবেই দিয়েছেন। একজন প্রফেশনাল ফটোগ্রাফার হতে দীর্ঘ সময় লাগে আপনি একদম ঠিক বলছেন যে আমরা যেটা চোখে দেখি এবং অন্তরে ভালো লাগে সেটি যদি ক্যামেরা বন্দি করি তাহলে অবশ্যই সেই ছবিটা সুন্দর হয়।
আপনার শেয়ার করা প্রত্যেকটি ছবি দুর্দান্ত হয়েছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আকাশ ছোঁয়া ভবনের এই ছবিটি। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
আমিও আপনার সাথে সহমত প্রফেশনাল ফটোগ্রাফি হতে হলে দীর্ঘ সময় লাগে এবং আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফি না ভাই আমি শখের বশে ফটোগ্রাফি ধারণ করি এবং ফটোগ্রাফি ধারণ করার আগ্রহ বাড়িয়েছি steem এ কাজ করার ক্ষেত্রে এবং আমি সব সময় চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য এবং আপনাদের মন্তব্য পড়ে আমি সত্যি আনন্দিত অনুভব করিনি এবং এটা সত্য যে আমি অন্য মানুষের ছবি ধারণ করলে খুব সুন্দর হয় কিন্তু অন্য মানুষের দ্বারা আমার নিজের ছবি কখনো ভালো আমি পাইনি।
A very good and amazing talent you have shared with us today, your photography skill is a nice one and your pictures are really good.
Do have a nice day and remain blessed
আমি সত্যি আনন্দিত যে আমার ছবি গুলো আপনার কাছে ভালো লেগেছে নিজের মোবাইলে প্রাকৃতিক দৃশ্য আমি বন্দি করতে অনেক ভালোবাসি এবং সেই ছবি গুলো আপনাদের মাঝে শেয়ার করে আমি আরো বেশি আনন্দ অনুভব করি।