বন্ধু।
বন্ধু কখনো পুরাতন হয় না বন্ধুর মতো বন্ধু যদি একটি হয়ে থাকে সারা জীবন থেকে যায় সেই সম্পর্ক। আশে পাশে অনেক বন্ধু তো আসে কিন্তু সব বন্ধু সব সময় পাশে থাকে না। বন্ধু নামে যে মানুষটি সাব সময় পাশে থাকবে সুখ-দুঃখে ভাগী হবে সেই বন্ধু হয়ে থাকে।
এই বন্ধ সম্পর্ক ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত থেকে যায়। আমারও অনেক বন্ধু আছে তবে সব বন্ধু থেকে যায় না আমারও যায়নি। কিছু বন্ধু আছে প্রয়োজন পড়লে খোঁজ নিয়ে থাকে কিছু বন্ধু আছে টাকার প্রয়োজন হলে খোঁজ নিয়ে থাকে।
তবে একটি বন্ধু আছে মনের মতো আমি মনে করি সেই আমার আসল বন্ধু কারণ তাকে আমি সব সময় আমার পাশে পেয়েছি যখন যা বলেছি তখন তাই শুনেছে শুধু যে সে আমার কথা শুনেছে তা নয় আমিও তার কথা অনেক শুনেছি। আমি যে সকল মানুষের সাথে মিশেছি সবার কথাই কম বেশি শুনেছি। তবে বাহিরে এসে কোনো কাজে প্রয়োজন পড়লে সবাইকে আমি পাশে পাই নাই তবে আমার সেই বন্ধুকে আমি সব সময় পাশে পেয়েছি।
তাই সিদ্ধান্ত নিয়ে ছিলাম দশটা বন্ধুর চেয়ে একটি মনের মতো বন্ধু থাকাই উত্তম অন্য কোনো মানুষের সাথে আমি কথা বলি না সময় পেলে আমার সেই বন্ধুর সাথেই কথা বলি যেমন আজ কয়েক দিন ধরে তার ফোন নষ্ট ছিলো আমি অনেক বার ফোন দিয়েছি কিন্তু তার ফোনে ঢুকাতে পারি নাই মনে অনেকটা চিন্তায় ছিলাম।
অন্য আমার একটি ভাইকে দিয়ে তার খোঁজ নেওয়ার চেষ্টা অনেক করেছি তবে তার খোঁজ কেউ পাই নাই যার জন্য আরো বেশি ভয় পেয়ে ছিলাম তবে এখান থেকে দুই দিন আগে সে আমার কাছে একটি ভয়েজ পাঠাই সে বলে তার ফোনটি নষ্ট হয়ে গিয়েছে আমাকে নাম্বারে ফোন দিতে বলে কিন্তু আমি ফোন দিলে তার ফোনে ঢুকাতে পারি না কারণ সে যখন ফোন অন করে রাখে সেই সময় আমি অনেক ব্যস্ত থাকি এবং আমি তো জানি না।
আমি যখন ফ্রি সময় পাই তখন তার কাছে ফোন দিলে ফোনটি বন্ধ হয়ে যায় সে ঠিক করার অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই তবে আজকে তার সাথে কথা বলে অনেকটা ভালো লাগছে এবং আমি তাকে বললাম আমি একটি ফোন এখান থেকে পাঠিয়ে দেবো তবে সে যে কথাটি বলেছে আমার ফোন লাগবে না তুই বাড়ি আয় এই কথা শুনে সত্যি আরো বেশি অনেক আনন্দ পেয়েছি আমি।
তার এই কথাটি যেনো আমাকে অনেক খুশি করে ফেলেছে আমি সত্যি তাকে একটি ফোন এখান থেকে পাঠিয়ে দিতে চেয়েছি তবে হয়তো এখন পারবো না কারণ এখানে চাইলে তো আর সব সময় ফোন বাংলাদেশে পাঠানো যায় না যদি কেউ এখান থেকে বাড়ি যায় অবশ্যই তার জন্য একটি ফোনের ব্যবস্থা আমি করে দেবো কারণ কথা বলার মানুষটি এখন শুধু সেই আছে আমার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আপনার পোস্ট পড়ার পর একটা কথা মনে হল বন্ধু কখনো পুরনো হয় না আমি বলবো আমাদের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে স্কুল জীবনের মুহূর্ত যে মুহূর্তে আমরা আমাদের বন্ধুর সাথে খুব সুন্দর সময় কাটিয়ে থাকে তবে আমার মনে হয় বর্তমান সময়ে বন্ধুত্ব করার আগে আপনাকে কিছু বিষয় সেই মানুষ সম্পর্কে যাচাই করাটা অনেক বেশি প্রয়োজন।
যতটুকু দেখেছি বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ বন্ধুত্ব করে শুধুমাত্র স্বার্থের জন্য তবে আমার কাছে মনে হয় আপনি যদি কারো বন্ধু হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে নিজের মধ্যে একটা কবর তৈরি করে নেবেন যাতে করে আপনার বন্ধু আপনার সাথে যে কথাগুলো শেয়ার করবে সেগুলো সেখানেই দাফন হয়ে যায়।
বন্ধুত্ব কখনোই শেষ হয়ে যায় না প্রকৃত বন্ধু একটা লাইব্রেরী সমান যে কিনা আপনার বিপদে-আপদে আপনাকে সাহায্য সহযোগিতা করবে আপনি যখন সমস্যায় পড়বেন সেখান থেকে আপনাকে উঠে আসতে সাহায্য করবে বন্ধু নিয়ে আপনার মনের অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।