বহুদিন পর আমার হাই স্কুল জীবনের বন্ধুর সাথে দেখা।

in Incredible India3 years ago

বহুদিন পর আমার হাই স্কুল জীবনের বন্ধুর সাথে দেখা।

প্রিয় বন্ধুরা,

আমার লেখা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছি। বন্ধুরা আমি আজকে উপস্থিত হয়ে আপনাদের মাঝে বহুদিন পর আমার হাই স্কুল জীবনের বন্ধুর সাথে দেখা আজকে এই কথা শেয়ার করবো।

IMG20221225172036.jpg

বন্ধুরা ছবিতে দেখতে পারছেন আমি এবং আমার বন্ধু পাশাপাশি বসে বিভিন্ন আলাপ গল্প করিতেছে। বন্ধুরা ছবিতে দেখতে পারছেন এটাই হল আমার হাই স্কুল জীবনের বন্ধু। এই বন্ধুর নাম হল মোঃ শামীম রেজা। আমরা পাঁচটা বছর হাই স্কুল জীবনে লেখাপড়া র্একসাথেই করেছি। তারপর পাঁচ বছর পর যখন এসএসসি পাস করলাম তখন আমি ভর্তি হলাম শহরের একটি সরকারি কলেজে আর বন্ধু ভর্তি হলো আমাদের এলাকার কলেজে। বন্ধু ভর্তি হলো ইন্টারমিডিয়েটে আর আমি ভর্তি হলাম সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে।

আমি যখন বাড়িতে আসি মাঝে মাঝে ই বন্ধুর সাথে দেখা হলে আমরা একসাথে ঘোরাফেরা করি ‌। বন্ধুরা এখন আমার বন্ধু অনার্স পাস করে একটা কোম্পানিতে জব করে তাই বন্ধুর সাথে তেমন আগের মত আর দেখা-সাক্ষাৎ হয় না। তাই আজকে হঠাৎ করে বন্ধুর সাথে দেখা হয়। কারণ বন্ধু নাকি পাঁচ দিনের ছুটি পেয়েছে তাই বাড়িতে এসেছে।

IMG20221225170158.jpg

কিন্তু আমি হঠাৎ করে আজকে বাড়ি হতে যখন বাহিরে যাই তখন আমাদের বাড়ির সামনে ব্রিজে বন্ধুর সাথে দেখা হয় ‌। বন্ধুর সাথে দেখা হলে বন্ধুকে দেখে বলি বন্ধু কেমন আছিস তখন বন্ধু বলে আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস তখন আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছি।

IMG20221225172031.jpg

দুজনে অনেক আলাপ গল্প করলাম এবং গল্পের মাঝে আমরা দুজনই ছবি তুলেছি।

যা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বন্ধুরা আমরা দুই বন্ধু প্রায় ২০ মিনিট আলাপ গল্প করার মাঝে এক লোক এসে একটা খবর দিলো সেই খবরটা হল আমাদের এলাকায় এক বন্ধু ছিল সে বন্ধু নাকি মারা গেছে এই কথা শুনে আমি এবং আমার বন্ধু আমার বন্ধুর বাইক নিয়ে ওই বন্ধুর বাড়িতে যাই। গিয়ে শুনি আসলে সেই বন্ধু মারা গিয়েছে‌। আসলে দুঃখের সাথে বলতে হয় যে বন্ধুটি মারা গেছে সেই বন্ধুর বয়স খুব অল্প।

আমি ও আমার বন্ধু ঐ বন্ধুর মৃত্যুর কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। আসলে কি বলবো ভাষা খুজে পাচ্ছি না অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কারণ বন্ধুর বয়স খুব অল্প মেনে নেওয়ার মতো না তবুও মেনে নিতে হবে। কারণ আল্লাহ তাআলার সব ইচ্ছা একদিন এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হবে। তাই অকাল মৃত্যু এবং যেকোন ধরনের মৃত্যু সব মৃত্যু ই মেনে নিতে হবে। তবে কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয় তবু ও আল্লাহ তায়ালার নিয়ম তাই মেনে নিতেই হবে। বন্ধুরা আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই সময় থাকতে আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে কারণ কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না ।যেমন ঘটেছে আমার বন্ধুর বেলায় খুব অল্প বয়সে আমার বন্ধু মারা গেল আজকে ‌। তাই পরিশেষে বলতে চাই আমার বন্ধুর জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলার যেন তার সকল গুনাহ মাফ করে জান্নাতবাসী করেন ‌‌। আমিন‌

আজকের মত এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথাগুলো শেষ করছি সকলেই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি পরবর্তীতে আপনাদের মাঝে আমার নিজের লেখা গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।

বন্ধুরা আমি যেগুলো পিক তুলেছি এগুলো আমার নিজস্ব মোবাইল দিয়ে তুলেছি।

Location: Char Nati para
Camera Used:
Quad 13 MP, f/2.2, (wide), PDAF
8 MP, f/2.3, 119˚ (ultrawide)
2MP B/W, f/2.4
2MP, f/2.4
Mobile Name: Realme C15

Sort:  
 3 years ago 

এখন সবাই ব্যস্ততার মাঝে আর করতে হয় কারণ সবাই এখন কর্মজীবী তাই আগের মতো আর সমস্ত বন্ধুদের সাথে দেখা হয় না এটাই স্বাভাবিক। তারপরেও মাঝে মাঝে যখন দেখা হয় তখন অনেক ভালো লাগে অনেক গল্প পড়া হয় যেমনটি ভাবে আপনি সময় কাটিয়েছেন এখন।

"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" আপনার কোন এক বন্ধু মারা গিয়েছে যা খুবই বেদনাদায়ক। পরিশেষে তার আত্মার মাগফেরাত কামনা করি। ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করি।

 3 years ago 

ওকে ভাইয়া কর্ম জীবনে গেলে সবাই ব্যস্ততা হয়ে পড়ে তাই আগের মত কারো সাথে তেমন দেখা হয় না। আপনি ঠিক বলেছেন তো তারপর মাঝে মাঝে দেখা হলে খুব ভালো লাগে। ওকে ভাইয়া আমার বন্ধুর জন্য দোয়া রাখবেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। পরিশেষে বলে আমার পোস্ট পড়ে আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Loading...
 3 years ago 

মৃত্যুই জীবনের একমাত্র সত্যি, তবে তা যদি অসময়ে হয় মেনে নিতে সত্যিই অনেক কষ্ট হয়। জীবনের কি লীলা দেখুন একজন বন্ধুর সাথে দাড়িয়ে জীবনের বিভিন্ন বিষয়ে গল্প করার সময় অন্য একজন বন্ধুর জীবনাবসানের সংবাদ শুনতে হলো। যাইহোক, আপনার বন্ধুর আত্মার শান্তি কামনা করি।

 3 years ago 

জি আপু খুব অল্প বয়সে মারা গেছে আমার বন্ধু। যা ওর পরিবারের মেনে নিতে কষ্ট হচ্ছে। কিন্তু তাদের পরিবারকে সান্তনা দিলাম যে এই পৃথিবীতে কেউ থাকবে না একদিন সবারই চলে যেতে হবে। তারপরও বন্ধু র ফ্যামিলি মানতে পারছে না। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট করে এত সুন্দর মন্তব্য করার জন্য।