The April contest #2 by the sduttaskitchen|Child marriages!

in Incredible India3 months ago (edited)

বাল্যবিবাহ :আমাদের সমাজের এক অন্ধকার অধ্যায়

আমাদের সমাজে আজও এমন কিছু ব্যাধি রয়ে গেছে,যেগুলো আমরা চাইলেও সহজে মুছে ফেলতে পারিনি। তার মধ্যে একটি হলো বাল্যবিবাহ।
গ্রামাঞ্চলে খুব কাছ থেকে দেখেছি — মেয়ের একটু বড় হওয়া মানেই যেন বিয়ের প্রস্তুতি।অথচ এই সময়টা তার নিজেকে গড়ার, স্বপ্ন দেখার, বড় কিছু করার।কিন্তু কিশোরী বয়সেই বিয়ের ভার তুলে দিয়ে আমরা তার ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিচ্ছি।

আমি ব্যক্তিগতভাবে কখনোই বাল্যবিবাহের পক্ষে নই। আমি চাই, প্রতিটি মেয়ে তার নিজের যোগ্যতায় দাঁড়াক, জীবন গড়ুক, তারপর নিজের ইচ্ছায় জীবনসঙ্গী বেছে নিক।


চলমান প্রতিযোগিতা ও বন্ধুদের আমন্ত্রণ

এই সপ্তাহে আমাদের এডমিন দিদি একটা বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছেন।আমি চেষ্টা করবো প্রতিটা প্রশ্নের উত্তর মন থেকে লিখতে।
সাথে ৩ জন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি:
@baizid123, @jahidul21, @sabus
চলেন,সবাই মিলে অংশ নিই,নিজেদের ভাবনা শেয়ার করি!


indian-4160039_1280.jpg
Pixabay

"আপনি কি অল্প বয়সে বিয়েকে সমর্থন করেন? আপনার মতামত শেয়ার করুন!"

আমি কি বাল্যবিবাহ সমর্থন করি?

না, একেবারেই না।

বাল্যবিবাহ মানে হলো,একটা কিশোরী মেয়ের হাত থেকে তার জীবন গড়ার সুযোগ কেড়ে নেয়া।স্বপ্ন দেখার সময়টাতে বিয়ের দায়িত্ব চাপিয়ে দেয়া খুব বড় অন্যায়।আমি চাই,আমাদের সমাজের প্রত্যেকটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে,তারপর জীবনসঙ্গী বেছে নিক — সামাজিক চাপের শিকার হয়ে নয়।


family-7638972_1280.jpg
Pixabay

"বিয়ের আগে অভিভাবকদের কোন কোন বিষয় মনে রাখা উচিত? এবং কীভাবে আমরা শিশু পাচার কমাতে পারি?"

বিয়ের আগে বাবা-মায়ের কি বিষয় মাথায় রাখা উচিত? শিশু পাচার রোধে করণীয় কী তা নিচে আলোচনা করা হলো :

বিয়ে দেয়ার আগে বাবা-মায়ের উচিত:

১.সন্তানের মানসিক ও শারীরিক প্রস্তুতি যাচাই করা,

২.পাত্রী বা পাত্র এবং তাদের পরিবারের সম্পর্কে ভালো করে জানা,তারপর নিজের পরিবারের সকলে মিলে এই বিয়েতে সকলে সম্মতি আছে কিনা তা নিশ্চিত হওয়া।

৩.সন্তানের মতামতকে সম্মান করা,অর্থাৎ সন্তান এই বিয়েতে রাজি আছে কিনা তা ও নিশ্চিত হওয়া। যাতে বিয়ের পর কোন ঝামেলা না হয়।

৪.শুধুমাত্র সামাজিক চাপের কারণে তাড়াহুড়ো না করা,

৫.উভয়ের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে নজর দেয়া।

শিশু পাচার রোধে করণীয়:

১.সন্তানের শিক্ষার উপর জোর দেয়া,

২.পরিবারে আর্থিক স্বনির্ভরতা তৈরি করা,

৩.গ্রামে ও শহরে সচেতনতা বাড়ানো,

৪.সন্দেহজনক কিছু ঘটলে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া ও সমাজের সাথে সক্রিয় সংযোগ রাখা।


man-76202_1280.jpg

Pixabay

"আপনি কি মনে করেন সঠিক শিক্ষা এ ধরনের বেআইনি কাজ এড়াতে সাহায্য করতে পারে? এ ধরনের কাজগুলো কী?"

শিক্ষা কি অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখে?

হ্যাঁ, অবশ্যই।
শিক্ষাই পারে আমাদের সচেতন করে তুলতে।
যখন একজন মেয়ে বা ছেলে শিক্ষিত হয়,তখন সে তার নিজের অধিকারের গুরুত্ব বোঝে।শিক্ষিত মা-বাবা নিজের সন্তানকেও সেই পথে চালিত করে।তাই বলি — চাই শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। তাহলেই অপরাধ কমবে, সমাজ আলোকিত হবে।তাই পরিশেষে বলি একমাত্র শিক্ষার মাধ্যমে এই বাল্য-বিবাহ রোধ করা সম্ভব। কারন কথায় আছে একজন শিক্ষিত মা একটি শিক্ষিত সন্তান উপহার দিতে পারে।এজন্য মেয়েদের বাল্যবিবাহ না দিয়ে তাদের শিক্ষিত করতে পারলে আশা করা যায় বাল্যবিবাহ আরো বেশি রোধ করা যাবে, আমি মনে করি।


শেষ কথা

আজকের মত এখানেই শেষ করছি।নিজের জায়গা থেকে কিছু কথা শেয়ার করার চেষ্টা করেছি।আশা করি,আমরা সবাই সচেতন হবো এবং আমাদের সমাজকে সুন্দর করার পথে এগিয়ে যাবো।
সবাই ভালো থাকুন।আল্লাহ হাফেজ!

Sort:  
Loading...
 3 months ago 

প্রথমে আপনার সাথে আমিও সহমত পোষণ করছি। বাল্যবিবাহ আমি মোটেও পছন্দ করি না আসলে এটা করা মোটেও ঠিক না যে সময়টা তো একটা ছেলে কিংবা একটা মেয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় সেই সময়টাতে তাদের জীবন গড়ার সময় যাইহোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে বেশ ভালই লাগলো ভালো থাকবেন।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর করে সেই অনুযায়ী মন্তব্য করার জন্য। ভালো থাকবেন