এলোমেলো কথা আর ফটোগ্রাফি
নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন।আমিও সুস্থ আছি ।তবে কিছু কিছু সময় দম বন্ধ লাগে। সমস্যা যে শুধু শরীরের হতে হবে, তা কিন্তু নয় । আমরা কেউ মনের সমস্যা নিয়ে খুব একটা কথা বলি না। আবার কেউ কেউ সকলের সাথে এটা শেয়ার করতেও পছন্দ করে না। কিন্তু মনের সমস্যা থেকে একটা বড় ঘটনা ঘটে যেতে পারে। বিরাট কোন রোগের সৃষ্টি হতে পারে। আমার যখন সমস্যা হয় আমি কিছু না কিছু লিখে ফেলি। আর লেখার পরে অনেক হালকা লাগে। সেদিনকে যখন অসুবিধা হচ্ছিল তখন কিছু এলোমেলো কথা লিখেছিলাম। আজকে কিছু ফটোগ্রাফির সাথে সেই ভাবনাগুলোই শেয়ার করে নিচ্ছি।
আপনাদের কি মনে হয় নাহ, একটা সময় পরে আমরা একা থাকতে পছন্দ করি।একটা বিরাট বড় ঝড়ের শেষে,মনে হয় নিস্তব্ধ কোন একটা জায়গা দরকার। যেখানে নিজেকে নিজের মতন করে পাওয়া যাবে। নিজেকে চিনতে পারা যাবে। নিজের ভেতরের যন্ত্রণা ,আনন্দ, ব্যথা, সুখ সবকিছু জেনে নেওয়া যাবে। কী করলে সেসব কিছু সেরে উঠবে, সেটা জানা যাবে।
আবার সেইজন কোন এক সময় একার ঘরে দম বন্ধ থাকতে থাকতে সব কটা জানলা খুলে দেয় ।বেরিয়ে আসে আলোর জগতে। পরিবারের আর পাঁচটা মানুষের মধ্যে নিজেকে এলোমেলো করে মিশিয়ে রাখে।মিশিয়ে দেয় নিজের প্রত্যেকটা অংশ। শান্তির খোঁজে যে একা হতে চেয়েছিল সে একা থাকতে পারে না।
অনেক উঁচুতে উড়তে চাওয়া পাখিটার মতন কোন একদিন সেও উড়ে যায়। উড়তে উড়তে হাঁপিয়ে গেলে ,
আবার কোন একদিন তাকে দেখা যায় রাস্তার মোড়ে শালিক পাখির ঝাঁকের মধ্যে সেও খুটে খুটে খাবার খাচ্ছে।
অসাধারণ হতে গিয়েও আমরা কখনো কখনো সবকিছুর মধ্যে সাধারণ বিষয় খোঁজার চেষ্টা করি। সাধারণভাবে জীবন যাপনের যে সুখ, সেটা আমাদের তখন খামতি লাগে। অসাধারণ হয়ে গিয়েও মনে হয়, কোথাও যেন কিছু হারিয়ে গেছে। এই দুটো নাহ বড্ড ভোগায়। আমরা কি চাই, আমরা নিজেরাই বুঝতে পারি না। অসাধারণ হয়েও সাধারণভাবে বেঁচে থাকা , এ বিষয়টি পৃথিবীর গুটিকয়েক মানুষের মধ্যেই দেখা যায়।
আমাদের সকলের শুরু এবং শেষ একই রকম হলেও সকলের যাত্রা পথ একেবারেই ভিন্ন ভিন্ন ।কারোর সাধারণ, কারোর অসাধারণ। আর ক্রিয়া প্রতিক্রিয়ায় আমরা জীবনের কর্মফল গুলো জীবনেই পেয়ে থাকি। অনেকে বলে থাকেন ,ইহ জন্মের কর্মফল পরের জন্মে ভোগ করবে। কিন্তু আমার কাছে মনে হয়, আমরা সমস্ত কিছু জীবন থাকতেই সুদে আসলে ফেরত পেয়ে যাই।
এই যে মানুষের অসাধারণ হতে যাওয়া ,এটা কিন্তু খুবই স্বাভাবিক ।সকলেই চেষ্টা করে কিভাবে আরো উন্নতি লাভ করবে। কিভাবে তার পকেটে আরো দুটো টাকা আসবে ।আবার কেউ বাস্তবেই অত্যন্ত গুণী ব্যক্তি হয়ে থাকেন ।তাকে নিজের কর্ম দ্বারা অসাধারণ হতে হয় না। সে যেন ঈশ্বর প্রদত্ত। অসাধারণ বিষয়টাকে ধরে রাখাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার।। সাধারণের সেই নিয়ে কোন মাথা ব্যথা নেই।
আপনি এর মধ্যে কিভাবে জীবন যাপন পছন্দ করেন ,সাধারণ নাকি অসাধারণ ?আপনার মনের ভেতরে কি ইচ্ছা থাকে?আপনাকেও কি দিনের শেষে শালিক পাখিদের সাথে খুঁটে খুঁটে খাবার খেতে দেখতে পাওয়া যায়? নাকি আপনি উড়তে থাকেন সবকিছু ছেড়ে, নিজের মতন ,নিজের দুনিয়ায়?
ফুলের যে ফটোগ্রাফি গুলি আপনারা দেখতে পাচ্ছেন। সেগুলো আমি যেদিন নার্সারিতে গিয়েছিলাম, সেদিন করেছিলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার নিজের এন্ড্রয়েড ফোন samsung galaxy a34 দিয়ে ক্যাপচার করা।
💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/8) Get profit votes with @tipU :)
Your post has been supported by the TEAM FORESIGHT. We support quality posts, good comments anywhere, and any tags