সুখের মাঝে তোমায় দেখেছি|| রবীন্দ্রসঙ্গীত|| কভার

in Incredible India2 months ago

নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ।বেশ অনেকদিন পর আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমার গাওয়া একটি গান।

বিগত কিছু মাস প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম পড়াশোনার কারণে । আপনারা জানেন যে আমি বিএড এর একটি কোর্স করছি এবং এই কোর্সের এত পরিমাণে প্রজেক্ট থাকে যে প্রজেক্ট করতে করতে আর মাথায় অন্য কিছু আসে না। ভীষণ বিরক্ত হয়েও কাজগুলোকে ফিনিশ করতে হয়েছে এবং গত পরশু পরীক্ষা শেষ হওয়ার পর আমি যে শান্তিটা পেয়েছি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। জীবনে কোন পরীক্ষা দিয়ে এত শান্তি হয়নি ।

পরীক্ষা দিতে বরং আমার ভালো লাগে। একঘেয়েমি ক্লাসের জীবনে মাঝে মধ্যে পরীক্ষা হলে সত্যি বেশ মজা লাগে ।বেশ একটা টাইম বাধা ধরা থাকে ,তার মধ্যে নিজের মনে রাখা জিনিসপত্র লিখে শেষ করতে হয়। বিষয়টা আমার কাছে একটা মজার বিষয়।

কিন্তু এই কোর্স আমার কাছে কোনদিনও মজার ছিল না। না এই সংক্রান্ত পড়াশোনা ।প্রথম থেকেই এই কলেজকে বিরক্ত লাগত ।এই পড়াশোনা কে বিরক্ত লাগতো। আর বিরক্ত লাগতো এর পরীক্ষা ।কারণ আল্টিমেটলি এই কোর্স করে কিছুই হবে না।

গত পরশু যখন সমস্ত কাজ মিটলো তখন থেকেই ভেবেছি এবার আমি যে পড়াশোনা একচুয়ালি করতে চাইছি ,সেটা নিয়ে বসবো। এর সাথে কতদিন গানের রেওয়াজ করা হয়নি। গানের রেওয়াজ শুরু করব ।তাই গতকাল সন্ধ্যেবেলা সাড়ে ছটা থেকে রাত এগারোটা অব্দি আমি গান গেয়েছি খালি ।আর আমার সাথে ওই সময় আমার সেজো পিসি আর বাবা খুব পরিমাণে সঙ্গ দিয়েছে।

সন্ধ্যেবেলার আগে থেকেই হালকা ঝোড়ো হাওয়া বইছিল । বুঝতে পারছিলাম বৃষ্টি হবে। কারণ আকাশে কালো মেঘ ছেয়ে গিয়েছিল। আমি দোতলার ঘরে উঠে জানলা দরজা গুলো বন্ধ করে দিয়েছিলাম। যখন ঝড় ওঠে ,আর যেই না বৃষ্টি নামলো আবার দোতলায় উঠে সমস্ত জানলা দরজা খুলে দিলাম ।বৃষ্টির ছাট গায়ে লাগাতে আমার বরাবরই ভালো লাগে ।হালকা হাওয়া আর বৃষ্টির ঠান্ডা ঠান্ডা জলের ফোটা এই আমেজটাকে যেন গানেরই আমেজ করে তোলে।

এই আমেজে গান গাইতে যেমন ভাল লাগে, এর সাথে যদি একটু হালকা হালকা চা মাঝেমধ্যে পাওয়া যায়,এটা ওটা খাবার কেউ করে এনে দেয়, তাহলে তো আর কথাই নেই। গতকাল সেজ পিসি ছিল বলে, কলার বড়া ,শশা টমেটো পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা। এর সাথে গরম চা করে নিয়ে এসেছিল। গান গাইতে গাইতে খাওয়া-দাওয়া চলছিল।

বেশ অনেকদিন পরে রেওয়াজ করতে বসেছিলাম তাই মন প্রাণ দিয়ে যে গানগুলো ভালো লাগছিল, সেই গানগুলোই গাইছিলাম। দোতলার ঘরে আসবাবপত্র কম বলে ঘরে একটা ইকো হয়। আর ওই ইকোতে গলার আওয়াজটা এমন সুন্দর লাগে যে আমার গান গাইতেও ভালো লাগছিল।

বাবা আবার আমাদের সাউন্ড সিস্টেমে ট্রাক বাজিয়ে দিয়ে ,তাতে আমাকে গান গাইতে বলছিল। সেভাবেও চেষ্টা করেছি। সবকিছুর মধ্যে গতকালের সন্ধ্যেবেলা টা আমার কাছে খুব সুন্দর ভাবে কেটেছে। তার মধ্যে থেকেই কিছু গান রেকর্ড করেছিলাম আপনাদের শোনাবো বলে, আজ একটা গান আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।



লিংক

লিরিক্স

সুখের মাঝে তোমায় দেখেছি,
দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ'রে।
হারিয়ে তোমায় গোপন রেখেছি,
পেয়ে আবার হারাই মিলন-ঘোরে।

চিরজীবন আমার বীণা-তারে
তোমার আঘাত লাগল বারে বারে,
তাই তো আমার নানা সুরের তানে
তোমার পরশ প্রাণে নিলেম ধ'রে।

আজ তো আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায় হেথাকার।
নূতন আলোয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
তবু তুমি সেই তো আমার তুমি,
আবার তোমায় চিনব নূতন ক'রে।



যারা আমার পোস্ট ডেলি পড়ে থাকেন ।অনেক আগে থেকে আমার সাথে পরিচিত ।আপনারা সকলেই জানবেন যে আমি রবীন্দ্রসংগীত বেশিরভাগ সময় গেয়ে থাকি ,রবীন্দ্র সংগীত নিয়েই আমার সমস্ত চর্চা। তাই আজকে একটি রবীন্দ্র সংগীত গাইছি।এটি পূজা পর্যায়ের গান। গানের সঞ্চারীর জায়গাটুকু আমার অত্যন্ত পছন্দের। এই গানের লিরিক্সটা আমি আপনাদের সকলকে খুব মনোযোগ দিয়ে পড়ার জন্য অনুরোধ করবো।

গানটা আমার সদ্য তোলা ।তাই কোন জায়গায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন ।আশা করছি আমার গান আপনাদের সকলের ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।

Sort:  
Loading...
Loading...