মেহেন্দি - ২য় পর্ব
নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মেহেন্দির দ্বিতীয় পর্ব।
সাধারণত মেয়েরা বিয়ের অনুষ্ঠানে মেহেন্দি পড়ে থাকে ।একটা সময় ছিল, বলতে গেলে আমাদের ঠাকুমাদের আমলে ,তখন তো এই সমস্ত মেহেন্দি পড়ার কোনরকম চল ছিল না। তবে আমি যখন হয়েছি তারপর থেকে দেখেছি সকলেই প্রায় মেহেন্দি পড়ে। বিয়ের দিন হাতে-পায়ে আলতা পরতে দেখেছি। যারা নাচের সাথে যুক্ত তারা যেমন নাচের সময় আলতা পরে হাতে পায়ে। অনেকটা সেরকম ।আগেকার দিনেও হয়তো সেভাবেই বিয়ে হত আর এখন সকলে মেহেন্দি ছাড়া পারে না।। তবে আমাদের মধ্যে না হলেও অন্যান্য ধর্মে মেহেন্দি পড়া খুব শুভ বলে মনে হয়।
এখন মেহেন্দির বিষয়টা সকলের খুবই পছন্দের বিষয়। সকলে শুধুমাত্র বিয়েতে নয় ,বিভিন্ন অনুষ্ঠানে মেহেন্দি পড়ে থাকে। এখন তো আলাদা করে আমাদের বাঙ্গালীদের মধ্যেও বিয়েতে মেহেন্দির অনুষ্ঠান অনেকে করছে। যেটা হিন্দুস্তানি অথবা পাঞ্জাবীদের মধ্যে হয়ে থাকত। এছাড়াও আরো বিভিন্ন ধর্ম অবলম্বন কারীরা তাদের মেহেন্দি অনুষ্ঠান করে থাকে।
মেহেন্দি করার পর , প্রায় এক দেড় ঘন্টা রাখলে যখন শুকিয়ে যায়, তখন আমি কখনো কখনো শুধুমাত্র সর্ষের তেল দিয়ে আরো 10 মিনিট ভিজিয়ে রাখার পর, হাত ধুয়ে ফেলি।
এছাড়াও তাওয়াতে লবঙ্গ রেখে মিডিয়াম ফ্লেমে যখন লবঙ্গটা গরম হচ্ছে, আমি একটু উপর করে হাতটা দিয়ে রাখি ,লবঙ্গর অ্যারোমাটা যাতে আমার হাতে লাগে। এভাবে নাকি মেহেন্দির কালারটাও বেশ ভালো আসে। তবে আমি বেশিরভাগ সময় ওই সর্ষের তেল লাগিয়ে রেখে দিই। আবার কখনো কখনো এমনও হয়েছে ৫-১০ মিনিটের মধ্যেই মেহেন্দি তুলে ফেলতে হয়েছে, আর স্বাভাবিকভাবে তখন তো ঠিক ভাবে কালারও হয়নি।
বলা হয়ে থাকে বিভিন্ন রকমের গুজব কাহিনী যে, মেহেন্দি রং ভালো আশা , ভালো ভাগ্যের অথবা স্বামীর ভালবাসার সাথেও মেহেন্দির রং এর তুলনা করা হয় অনেক সময়। কিন্তু আমি যতদূর জানি মেহেন্দির রং লাল হওয়ার পিছনে আমাদের ত্বকের কোন সম্পর্ক রয়েছে। তো আপনার যখন মেহেন্দির রং ঠিকঠাক আসবে না, একদম মন খারাপ করবেন না। কারণ এটা একেবারেই গুজবের কোন বিষয় নয়। তো যারা এসব বলছে, কান দেবে না।
যখন যখন সময় পেয়েছি তখন তখন হাতে মেহেন্দি করেছি। কিছু কিছু অনুষ্ঠানে কখনো বিবাহ বার্ষিকীতে মাকেও করে দিয়েছি, আবার অন্য আমার কাকিমাদেরও করে দিয়েছি। সে সমস্ত ছবি তুলে রেখেছিলাম আপনাদের দেখাবো বলে কিভাবে ডিজাইনগুলো করেছিলাম। সেগুলো আমিও চাইছিলাম এই প্লাটফর্মে আমার পোষ্টের টাইমলাইনে থেকে যাক। এ কারণেই মেহেন্দি ডিজাইনগুলো আর ছবিগুলোর সাথে এই এতগুলো কথা শেয়ার করা।
আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ।
SPOT-LIGHT TEAM: Your post has been voted from the steemcurator07 account.