হঠাৎ নার্সারী যাওয়া

in Incredible India19 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমার হুট করে নার্সারিতে যাওয়ার কিছু মুহূর্ত ।

20250626_124405.jpg

কিছুদিন আগে আমি কিছু কাজে মার্কেটে গিয়েছিলাম ।সেখান থেকে ফিরে আমি আমাদের শোরুমে কিছুক্ষন যখন বসে আছি, ওই মুহূর্তে হট করে দেখি টলি করে একজন গাছ বিক্রেতা যাচ্ছে। ট্রলির উপর অনেক ধরনের গাছ। জবা ফুল, নয়নতারা , এরিকা, চাঁপা, কুন্দ,কামিনী থেকে শুরু করে বিভিন্ন প্রকারের গাছ।

20250626_124130.jpg

গাছ দেখলেই আমার চোখ সেই দিকেই চলে যায়। স্বাভাবিকভাবেই আমি ওনাকে ডাকলাম এবং গাছ কিনব ঠিক করলাম। কিন্তু যখন দাম জিজ্ঞেস করলাম ,তখন সেটা শুনে আমি তো অবাক।

20250626_125708.jpg

সত্যি কথা বলতে আমি গাছ মাঝে মধ্যেই কিনে থাকি, তাই গাছের দাম কেমন হতে পারে, সে সংক্রান্ত ব্যাপারে একটা ধারণা চলে এসেছে। উনি এতটা পরিমাণে বেশি বেশি দাম বলছিলেন ।ওনার কাছ থেকে তাই নিতে পারলাম না ।
এবার এটাও স্বাভাবিক যে ওনারা নার্সারি থেকেই গাছগুলোকে কিনে তারপর এরকম আমাদের পাড়াতে বিক্রি করে। এ কারণে তাদের লাভের অংশটা তারা ধরে নেয়।

যাই হোক সেই মুহূর্তেই হঠাৎ করে দেখলাম ঈশান সাইকেল নিয়ে শোরুমে চলে এসেছে। ঈশান কে দেখে আমি বললাম, ঘুরতে যাবি ।ও ঘুরতে যাওয়ার কথা শুনে সাথে সাথে রাজি হয়ে গেল। আর ঈশানকে নিয়ে হুট করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমাদের কৃষ্ণনগরের সবথেকে বড় নার্সারি নদীয়া নার্সারির উদ্দেশ্যে।

20250626_123429.jpg

বাড়িতে কেউ জানে না আমরা কোথায় যাচ্ছি, তাই টোটো তে যেতে যেতে মাকে একটা ফোন করে বলে দিলাম যে আমরা নার্সারিতে গাছ কিনতে যাচ্ছি।। মা জানত আমি মার্কেট গিয়েছি। সেখান থেকে এসে আবার গাছ কিনতে যাচ্ছি শুনে মা একটু অবাক হলো ।

20250626_123713.jpg

যাইহোক টোটো কাকু দুজনের জন্য ৪০ টাকা নিল। সেই টোটো ওয়ালা আমাদের নদিয়া নার্সারিতে নামিয়ে দিল। আমাদের ওখান থেকে নদীয়া নার্সারি যেতে বেশ অনেকটাই সময় লাগে। এ কারণেই পার হেড অত টাকা করে চার্জ করছিল । আর নার্সারি টা যেহেতু একটু ফাঁকা জায়গায় । তাই ওদিকে প্যাসেঞ্জার পাওয়া যায় না।একদম মেন রোডের উপর।

20250626_123738.jpg

নার্সারিটা আপনাদের এর আগেও আমি দেখিয়েছি। তবে যতবার এসেছিলাম বৌদির সাথে এসেছিলাম। এক একটা ঋতুতে এই নার্সারি এক এক রকম ভাবে সেজে ওঠে ।শীতকালে স্বাভাবিকভাবেই শীতের ফুলে নার্সারি ঢেকে থাকে। আবার বর্ষাকালে নার্সারীর সৌন্দর্য অন্যরকম হয়ে থাকে। আবার শীত থেকে যখন গরমের দিকে ঋতু ঘুরতে থাকে, তখন নার্সারীর পরিবর্তন দেখার মত থাকে। বসন্তকালে মানুষ হয়তো শুধু নার্সারীর গাছগুলো দেখতেই মাঝে মধ্যেই নার্সারিতে ঘুরে যায়। তার মধ্যে আমিও পরি ।

20250626_123740.jpg

ভাইয়ের সাথে এরকম ভাবে একা একা কখনোই নার্সারি আসিনি। তাই আমার বেশ মজা লাগছিল। আমি ঢুকেই গেটের চারিদিকে যে প্লটগুলো তে গাছ আলাদা আলাদা করে রাখা আছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আপনাদের দেখাবো বলে ছবি তুলে রাখছিলাম।। মাথার মধ্যে প্ল্যান ছিল কি গাছ নেব। যে গাছের দাম অত বেশি লেগেছে ,সেই গাছটাই কিনতে আরও এসেছি।

20250626_123818.jpg

কিন্তু নার্সারিতে ঢুকে গাছগুলো দেখে আরো লোভ লাগতে শুরু করলো। আর দেখতে দেখতে পুরো নার্সারী ঘুরে দেখতে থাকলাম। আর চিন্তাভাবনা করে নিলাম সেই গাছগুলো কিনতে হবে।কি কি গাছ কিনেছি তা পরের পোস্টে শেয়ার করব ।আজকে আমি শুধুমাত্র নার্সারি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

20250626_124055.jpg

আমার মতন যারা গাছ ভক্ত ।তারা হয়তো আমার মতন এরকম হঠাৎ গাছ কিনে নেন। নার্সারীর ছবি আপনাদের কেমন লাগলো আপনারও জানাবেন। পরের পোস্টে কি কি গাছ কিনেছি ,অবশ্যই শেয়ার করে নেব। আজ এখানেই শেষ করছি ।সকলে ভালো থাকবেন।

Sort:  
Loading...
Loading...
 13 days ago 

আমিও প্রথমবার তোমার সাথে নার্সারিতে গিয়েছিলাম গাছ কিনতে। তবে এ বছরে তুমি যাওনি বলে আমারও যাওয়া হয়ে ওঠেনি। যে কোন জায়গাতে হঠাৎ করেই চলে যাওয়া ভালো। আমি দেখেছি কোন জায়গাতে প্ল্যান করলে সেই জায়গাতেই যাওয়া একদমই সাকসেসফুল হয়ে ওঠে না।। এবারে ঈশানের সাথে গিয়েছিলে ফুল গাছ কেনার জন্য তোমার ফুল গাছ কেনার প্রচণ্ড নেশা আছে এটা আমি ভালো করেই জানি। যাই হোক এখন বর্ষাকাল যে কোন গাছ লাগালে খুব সহজে গাছগুলো লেগে যাবে।