"আমাদের ভাড়াটিয়ার ছেলের বিয়ের ছোটখাটো অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া"

in Incredible India8 days ago
বিসমিল্লাহির রহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি আপনাদের মাঝে আমার নতুন একটি পোস্ট শেয়ার করতে চলে আসলাম আজকের পোষ্টের বিষয় আমাদের ভাড়াটিয়ার ছেলের বিয়ের ছোটখাটো অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া।

[Link:]
https://www.pexels.com/photo/newlyweds-in-traditional-clothing-sitting-on-couch-18925088/
আমাদের এখানে অনেক মিল কারখানায় থাকার কারণে দূর থেকে অনেক মানুষ এখানে এসে কাজ করে এর মাধ্যমে তাদের সাথে আমাদের পরিচয় আমাদের বাড়ির পাশেই একটি সুতার তৈরি করার কোম্পানি থাকার কারণে ওরা আমাদের বাড়িতে থেকেই এখানে কাজ করে কোম্পানিতে।

৫-৬ বছর ধরেই এখানেই আছে ওরা মূলত এখানে থাকতে থাকতে মানুষগুলো অনেকটা পুরাতন হয়ে গেছে। ওর ছেলে আগে গাজীপুর কোন এক কোম্পানিতে চাকরি করতো মাঝেসাঝে ওর সাথে দেখা হত বাড়িতে আসলে। বাংলাদেশ ঝামেলার পর অনেকগুলো কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে তার মধ্যে সে একটি কোম্পানিতে চাকরি করতো তার টা ও বন্ধ হয়ে যায় সে বাড়িতে চলে আসে।

এখানে ভালুকা একটি কোম্পানিতে চাকরি পেয়ে যাই চেষ্টা করার পরে। আগে যেখানে চাকরি করতে ছেলেটি সেখানে একটি মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। বাড়িতে মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় মেয়ে পালিয়ে ছেলের বাড়িতে চলে আসে ছেলের সাথে যোগাযোগ করে।

ছেলের পরিবার সম্পর্কটাকে মেনে নেয় কারণ একটি ছেলে ছিল , তাদের পরিবারের । ছেলের আব্বু-আম্মু আর আমার আব্বু ,মসজিদের ইমাম সাহেব আর কাজী এই কয় জনে বিয়ে পড়িয়ে মিষ্টি আর পান খেয়ে চলে আসে।

বিয়ের দুই দিন পর ছেলের বাবা মা যে কোম্পানিতে কাজ করে সেখানকার কলিগ ও কয়েকজন অফিসার জানতে পারে বউ দেখার জন্য বলে। তারা ও হাসিমুখে রাজি হয়ে যায়। এর পরের দিন ছিল ছেলের মায়ের বন্ধ তাই সেদিনই প্ল্যান করে আসার জন্য বলে।

IMG20250731180945.jpg

তাদের খাওয়ানোর প্ল্যান ছিল মাসিক সেলারি পাওয়ার পরে আশেপাশের কিছু লোক আর কিছু আত্মীয়-স্বজন কে নিয়ে বিয়ের ছোটখাটো খাওয়া-দাওয়ার অনুষ্ঠান করবে।

সব সময় প্ল্যান অনুযায়ী কাজ হয় না প্লেন আগে কাজ হয়ে যায়। তাই আর ওদের আত্মীয়-স্বজনকে না দাওয়াত দিয়ে আশেপাশের ভাড়াটিয়া আর বাহিরে বলতে আমরাই ছিলাম। সকালবেলা এসে ছেলের আম্মু দাওয়াত দিয়ে যায় এবং জোর করে বলে যায় যাওয়ার জন্যই।

আমি কোন দাওয়াতে অনুষ্ঠানে গেলে টাকার পরিবর্তে গিফট নেওয়ায় খুব ভালো লাগে আমার কাছে ।এবারে আমি অসুস্থ থাকাই বাহিরে খুব কম যেতে পারি তাই আর গিফট কেনার সুযোগ পায় নাই। টাকা দেওয়ার সিদ্ধান্ত নেই।

আব্বুর জরুরী কাজ থাকাই যেতে পারে নাই আমি আর আম্মু দুজন মিলে দাওয়াত খাওয়ার জন্য চলে যাই। দাওয়াত খাওয়া শেষ করে বউ দেখে আম্মু খামটা বউয়ের হাতে ধরিয়ে দেয়।

IMG20250731171842.jpg

বিকেলে কাজে সময় হয়ে যাওয়ায় তাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি।

আজকের পোস্টটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.

IMG_20250729_164321.png

Curated By: @fantvwiki

 6 days ago 

Dear sir

thank you so much, for your support

@fantvwiki