"সুস্থ হওয়ার জন্য ডাক্তার রেখে এখন কবিরাজের পেছনে ছোটাছুটি"

in Incredible Indialast month
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি আপনাদের মাঝে আমার নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে চলে আসলাম আজকের পোষ্টের বিষয় একটু অন্যরকম। বিষয় হলো সুস্থ হওয়ার জন্য ডাক্তার রেখে এখন কবিরাজের পেছনে ছোটাছুটি।

IMG20250617101353.jpg

আপনারা অনেকেই জানেন পোস্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে পায়ের ব্যথা নিয়ে ডাক্তারের পেছনে ছুটাছুটি করছে এ নিয়ে আমার অনেকগুলো ডাক্তার দেখানো হয়ে গেছে। আমার কোন পরিবর্তন হয়নি এখনো আমি যেদিন ব্যাথার ট্যাবলেট খাব না সেদিন পায়ের ব্যথার জন্য দাঁড়াতে ই পারি না।

এখন ব্যথার ট্যাবলেট সাহায্যে আমার দিন পার করছি এ ব্যথা ট্যাবলেট দিয়ে ই আমি এখন দাঁড়ায় ও প্রতিদিন চলাফেরা করছি। আমার অবস্থা এখন একটি ডাক্তারের কাছে দীর্ঘ দুই মাস তিন মাস থাকার পর ওই ডাক্তার টি অন্য বিভাগের ডাক্তারের কাছে ট্রান্সফার করে দেই ।

প্রথম ডাক্তারের কথা অনুযায়ী দ্বিতীয় ডাক্তারের কাছে যখন আসি ওই ডাক্তারের কাছে দীর্ঘ দুই থেকে তিন মাস থাকার পর এই ডাক্তারও অন্য ডাক্তারের কাছে ট্রান্সফার করে দেয় এভাবেই চলছে আমার ডাক্তার দেখানো।

আলহামদুলিল্লাহ আমার বাড়ি থেকে আমার পরিবার আমাকে কোন নরমাল বা মিডিয়াম ডাক্তার কখনো দেখায় না বিভাগীয় প্রধান টপ ডাক্তার গুলো কেই আমি দেখাই। বড় টপ ডাক্তার দেখানো পরেও এখনো সুস্থ হতে পারে নাই এই নিয়ে অনেকটাই চিন্তিত ।

IMG20250617104834.jpg

আমার দাদু একটু প্রাচীনকালের লোক উনি ডাক্তারকে ও বিশ্বাস করে কবিরাজ কে সেইম বিশ্বাস করে আব্বুকে অনেকবার বলেছে কবিরাজ দেখানোর জন্য। কিন্তু আব্বু আমি একদম কবিরাজ বিশ্বাস করি না।

দাদু যতই আব্বুকে বলে কবিরাজ দেখানোর জন্য আব্বু যতটুকু পারে এড়িয়ে চলে কবিরাজ দেখানো থেকে ভালো ডাক্তারের খোঁজ পেলেই আমাকে সেই ডাক্তারের কাছেই আমাকে পাঠিয়ে দেয়।

আমি আর আব্বুর অনলাইন থেকে ব্যথা বিষয়ে ঢাকাতে একটি টপ ডাক্তার খুঁজে পেয়েছি যেটি সাতদিন পর একদিন সিরিয়াল নেয় সেটা দেখানোর পর ইন্ডিয়াতে দেখানোর জন্য নিয়ে যাবে।

এখন আমার খুবই খারাপ অবস্থার মধ্যে দেই অতিবাহিত করছি ব্যথার ট্যাবলেট খাওয়ার ফলে সমস্ত শরীর ফুলে যাচ্ছে । তাই আমার পরিবার চিন্তায় দিন পার করছে। দাদা ঈদের আগে থেকেই কবিরাজের কথা বলেই আসছে আব্বুকে কিন্তু কবিরাজের কাছে নিয়ে যাওয়ার রাজি হচ্ছে না ।

আশেপাশের প্রতিবেশী ও বাইরের কিছু লোক কবিরাজের কথা বলছেন ডাক্তারের দেখানোর পরেও যাতে ভালো হচ্ছে না তাহলে মনে হয় কবিরাজ কাছে গেলে ভালো হতে পারে গিয়ে দেখতে পারেন।

এখন আব্বুর অবস্থা মানুষ যেখানেই বলবে সেখানেই নিয়ে যাবে আমার ভালো হওয়া কথা, তাই আব্বু রাজি হয়ে যায়।কবিরাজের কথা বললেই তো সব কবিরাজ এর কাছে নিয়ে যাওয়া যায় না। ছোটখাটো কবিরাজ তো সবাই করতে পারে ।

IMG20250617101432.jpg

সব থেকে বড় কবিরাজ যার দ্বারা মানুষ অনেক উপকৃত হয়েছে সমাধান পেয়েছে তাকে খুঁজে নিয়ে তারপরে যাওয়াটাই উত্তম। ১০ থেকে ১৫ দিন ধরে ঈদের ৫ দিন পরে এমন একটি কবিরাজের সন্ধান পায় সেটি সিরিয়াল দিয়ে তারপর দেখাতে হয়।

আজকে আমাকে নিয়ে কবিরাজ এর কাছে যাবে। সকালবেলা সমস্ত কাজ শেষ করে আমি আর আব্বু গোসল করে বাস স্ট্যান্ড চলে আসি আমাদের পারিবারিক দোকানে বসে থাকি ওসাথে দাদু থাকে।

একটি সিএনজি রিজার্ভ করে বের হয়ে পড়লাম কবিরাজ দেখানোর উদ্দেশ্যে গন্তব্যে এসে বাড়ি না চিনায় লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করে করে কবিরাজ বাড়ি পৌঁছায়।

IMG20250617120319.jpg

এসে দেখি অনেক লোক সিরিয়াল আমরা দাঁড়িয়ে থাকি আমাদের সিরিয়াল আসলে কবিরাজের সাথে সমস্ত কথা খুলে বলি ও আপনাদেরকে বলে কিছু কবিরাজের বাসায় যা আমি কম বুঝতেই পারি নাই। মানুষের কাছে শুনেছি একটি জিন আছে শুধু সে বসে থাকে ।

সেই সব জিনে ওষুধ এনে দেয় কি সমস্যা পাথরের মাধ্যমে এমনকি টাকাও দাবি করে কবিরাজের মুখ দিয়ে। প্রথমত আমিও এ কথাগুলো শুনে কবিরাজ কে বিশ্বাস করতাম না এখনো করি না ।

আজকে কবিরাজ দেখানোর পর এর কার্যক্রম দেখে ৫০% বিশ্বাস হয়। ওষুধ নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেই ১৫ দিন পর আবার দেখা করতে বলে।

আজকের পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 last month 
  • অনেকেই আছেন যাদের কবিরাজি চিকিৎসার ওপরে বিশ্বাস রয়েছে, বিশেষ করে যারা পুরোনো দিনের মানুষের। তবে সত্যি কথা বলতে পুরনো দিনে কবিরাজি চিকিৎসায় সুফল মিলতো একথা আমিও বিশ্বাস করি। তবে বর্তমানে সেই রকম কবিরাজ খুঁজে পাওয়া আসলেই কঠিন। আর যে জিনের কথা আপনি লিখেছেন, সে সব ভন্ডামি ছাড়া আর কিছুই নয় বলে আমি বিশ্বাস করি। পুরনো দিনের কবিরাজদের টাকার কোনো চাহিদা ছিল না। খুশি হয়ে যেটা দিত সেটাই তারা নিতেন। তবে আজকাল সম্পূর্ণটাই তার উল্টো।

  • সকলেই বর্তমানে ব্যবসা করতে ব্যস্ত তাই আদেও কবিরাজি জানা থাকুক বা না থাকুক অর্থ উপার্জনের জন্য অনেকেই নিজেকে কবিরাজ বলেন। তাই আপনার বাবার মতন আমারও বর্তমান যুগে কবিরাজি চিকিৎসায় খুব বেশি বিশ্বাস নেই। তবে বলা যায় না হয়তো ভালো কবিরাজের সন্ধান আপনারা পেতে পারেন যেখানে গেলে আপনার ব্যথা কিছুটা হলেও কমবে।

  • আসলে অনেক দিন যাবৎ ই আপনার এই শারীরিক অসুস্থতার কথা পড়ি। এমনকি ভয়েসে কথা বলাকালীনও শুনেছি। আশা করছি দ্রুতই আপনার এই ব্যথা নির্মূল হবে, সেটা কবিরাজি চিকিৎসায় হোক বা ডাক্তারি চিকিৎসায়।‌ আপনার দ্রুত সুস্থতা কামনা করি। ভালো থাকবেন।

 last month 

আপনার পায়ের সমস্যার কথা জেনে খারাপ লাগলো।কোন ব্যাথা পেয়েছিলেন নাকি এমনিই ব্যাথা ।অনেক সময়ে হরমোনাল সমস্যা থেকেও ব্যাথা হয়ে থাকে।এসব হলে কবিরাজ কিংবা জীন ঠিক করতে পারবে বলে মনে হয় না।
ঢাকাতে অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে ।যত চিকিৎসকই হোক না কেন সব চিকিৎসক সব রোগের চিকিৎসা করতে পারে না।আপনার সমস্যার ধরন বুঝে ডাক্তার দেখান।আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ।