Better life with steem || The Diary Game || 02,August,2025||
বিসমিল্লাহির রহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আমি আপনাদের মাঝে আমার নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতে শেয়ার করতে চলে আসলাম।
আজকে সকালবেলা ফজরের আযানের কিছুক্ষণ পরেই উঠে ঘুম থেকে পড়ি ।বিল থেকে আজকেও মাছ ধরা হয়েছে। যেখানে গাড়িতে মাছ তোলা হচ্ছে সেখানে চলে আসি আমি আর আম্মু।
![]() |
---|
![]() |
---|
এসে দেখি নৌকার মাছ তোলা হয়ে গেছে হাফা মধ্যে মাছ ছিল সেগুলো গাড়িতে তোলা হচ্ছে যাও মাত্র আব্বু বলে কি মাছ খাবার জন্য রেখে দাও আজকেও কালকে থেকে অনেকটা বড় পাঙ্গাশ মাছ উঠছে সবচেয়ে বড় ৪ কেজি উপরে হবে মনে হয় পাঙ্গাশ মাছটা রেখে দেই তার সাথে কিছু ছোট ছোট মাছ রাখি।
![]() |
---|
![]() |
---|
প্রথম যে মিনি ট্রাক এসেছিল সেটা লোড হয়ে গেছে এখনো মাছ বাইরে অনেক গুলো আছে তাই প্রথম গাড়ি চলে যায় বাজারে যাওয়ার আগে আব্বু আরেকটি গাড়িকে ফোন দিয়ে আমাদের বিল পাড়ে আসতে বলে মাছ নেওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই গাড়ি উপস্থিত হয়ে যায়।
![]() |
---|
![]() |
---|
দ্বিতীয় গাড়ি জেলে দেরকে বলি লোড করে দিতে তাড়াতাড়ি করে। দ্বিতীয় গাড়িতে মাছ তোলা হয়ে গেলে আমি চলে আসি পোল্ট্রি ফার্মের চাবি নিয়ে আম্মু আগেই চলে গিয়েছিল আমি এরপর চলে যাই।
পোল্ট্রি ফার্মে গিয়ে দেখি আম্মু দুই সাইড খাদ্য দেওয়া শেষ করে ফেলেছে আমি গিয়ে মুরগি দের পানির পাইপ পরিষ্কার করতে থাকি ।আমারও পানির পাইপ পরিষ্কার করা শেষ হয় আম্মুর খাদ্য দেওয়া শেষ হয়ে যায় ।
মোটর চালু করে মুরগি দের ফ্লোর পরিষ্কার করি। কোন রকম ফ্লোর পরিষ্কার করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে রুমে এসে সকালে হালকা কিছু খাবার খায় তার সাথে ওষুধ খেয়ে রেস্ট নেই এর মধ্যে আব্বু চলে আসে।
আজকেও কিছুক্ষণ রেস্ট নেই বিল পারে চলে যাই যখন খাদ্য নেওয়ার শুরু করেছি তখনই ঝিরঝিরি করে বৃষ্টি পড়েছে শুরু করে দেয়। ওখানে আমি আর আব্বু কিছুক্ষণের জন্য অপেক্ষা করি বৃষ্টি শেষ হলে খাদ্য নৌকার কাছে নিয়ে গিয়ে আমি বাড়িতে চলে আসি।
![]() |
---|
বাড়িতে টুকটাক কাজ ছিল আমার সেই কাজগুলো শেষ করে ফ্রেশ হয়ে সকালে খাওয়া দাওয়া কাজ সম্পন্ন করে, রেস্ট নিয়ে গরুর জন্য খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই সারাদিনের জন্য। আম্মু বারান্দা রুম পরিষ্কার করতে ছিল পানি দিয়ে সেই কাজে সহযোগিতা করি।
![]() |
---|
বাড়ির কাজ শেষ করে বাহিরে বের হয়ে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পরেছে বৃষ্টির মধ্যেই পোল্ট্রি ফার্মে চলে যায়। ডিম তোলার জন্য দুজন মিলে তাড়াতাড়ি করে ডিম তুলে শেষ করে বাড়িতে চলে আসি। আমি গোসল শেষ রুমে এসে শুয়ে পড়ি ঠান্ডা লাগছিল মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।
![]() |
---|
দুপুরে খাওয়া-দাওয়া পর ঠান্ডা আবহাওয়া পেয়ে চোখে ঘুম চলে আসে ঘুমিয়ে পরি ঘুম থেকে উঠে দেখি বিকাল পাঁচটা উপরে বাজে বাইরে এখনো বৃষ্টি পড়েছে তাই আর বাইরে বের না হয়ে আমাদের বাড়ির সামনের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করি।
![]() |
---|
মাগরিবের আযান দিয়ে দিলে ল্যাপটপে নিয়ে কিছু পোস্ট পড়ি এশার আজান দিয়ে দিলে প্রতিদিনের মতোই রাত্রের খাওয়া দাওয়া কাজ সম্পন্ন করি। ওষুধ খেয়ে পোল্ট্রি ফার্মে লাইট বন্ধ করার সময়ের অপেক্ষায় থাকি সময় হলে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট বন্ধ করেন বাড়িতে চলে আসি।
![]() |
---|
আজকের পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।