Better life with steem || The Diary Game || 03, August , 2025||

in Incredible India5 days ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-08-03_21_51_11.jpg

আমি আপনাদের মাঝে আমার নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতে শেয়ার করতে চলে আসলাম।

IMG20250803170707.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুক্ষণ ব্যায়াম করে পোল্ট্রি ফার্মে চলে আসি আব্বু আম্মুকে কাজে সহযোগিতা করার জন্য। এসে দেখি আব্বু আম্মু মুরগিদেরকে খাদ্য দেওয়ার শেষ করে পরবর্তী কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে আম্মু মুরগী দের পানির পাইপ পরিষ্কার করতে ছিল আব্বু ফ্লোর পরিষ্কার করতে ছিল।

IMG20250803181916.jpg

মুরগির পানির খাবার পাইপ পরিষ্কার করে আমি আর আম্মু এর পাশাপাশি আব্বু ফ্লোর পরিষ্কার করে সেই কাজে সহযোগিতা করি, আম্মু পানির পাইপ পরিষ্কার করা শেষ করে বাড়িতে চলে আসে আমি আর আব্বু বলতে পারেন বাকি কাজগুলো শেষ করি।

IMG20250803171223.jpg

পোল্ট্রি ফার্মের এর কাজ শেষ করে সরাসরি বিল পারে চলে আসি পাঙ্গাশ মাছদের খাদ্য দেওয়ার জন্য, আমি পাঙ্গাশ মাছের খাদ্য নৌকা পর্যন্ত দিয়ে আসার পর বাড়িতে চলে আসি ফ্রেশ সকালের হালকা কিছু খাবার খেয়ে সকালের ওষুধ খেয়ে বাইরে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করে পোল্ট্রি ফার্মে চলে যাই ফ্যান চালু করে দেওয়ার জন্য।

বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়ার সম্পন্ন করে রেস্ট নিয়ে গরুর জন্য খাদ্য ও ভুষি দেই, আর প্রতিদিন এর মতো আজকে খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই সারাদিনের জন্য।

IMG20250803174025.jpg

এখন কিছুক্ষণ আমার কাজ নেই তাই কিছু সময় মোবাইল নিয়ে সময় পার করতে থাকি খুবই অল্প সময়ে মোবাইল দেখার পর ডিম তোলার সময় হয়ে যায় ।তাই আর মোবাইলের সাথে সময় না কাটিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি

ডিম তোলার জন্য চারভাগের একভাগ ডিম তোলা হয়ে গেলে আম্মু আসে ডিম তোলার জন্য। এরপর দুজন মিলে তাড়াতাড়ি করে ডিম তোলা শেষ করে গুছিয়ে গণনা করে বাড়িতে চলে আসি।

IMG20250803182226.jpg

আমি আর আম্মু বাড়িতে চলে আসি, আমি ওয়াশ রুমে চলে যাই সরাসরি গোসল করার জন্য গোসল শেষ করে রুমে এসে রেস্ট নেই। দুপুরের খাবার তৈরি হবার আগ পর্যন্ত মোবাইল নেই ব্যস্ত থাকি।

দুপুরে খাবার তৈরি হয়ে গেলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে কাজগুলো শেষ করার জন্য চলে যাই ।আজকে আমি ওদের আগেই চলে যাই ডিম তুলে খাদ্যের পাইপ পরিষ্কার করে মুরগিদেরকে পানি দিতে যাব তখনই কারেন্ট চলে যায় পানি দেওয়া হয় নাই তাই বাড়িতে চলে আসি।

IMG20250803170742.jpg

ফ্রেশ হয়ে বাড়ির আশেপাশে দিয়েই হাঁটাহাঁটি করি, আজকে ডিম গাড়ি জন্য অপেক্ষা করতে থাকি পোল্ট্রি ফার্মে লাইট জ্বালানোর আগেই চলে যাই যাওয়ার পথে রাস্তায় আমার ভাইস্তা আমাকে দেখে আমার সাথে চলে আসে পোল্ট্রি ফার্মে যাওয়ার জন্য দুজন মিলে পোল্ট্রি ফার্মে চলে যাই লাইট জ্বালিয়ে মোটর চালু করে মুরগী দের কে প্রতিটা পাইপে অল্প করে পানি দিয়ে দেই।

IMG20250803182346.jpg
IMG20250803181928.jpg

আসার সময় সাথে করে ছোট একটি ডিম নিয়ে আসে, তাকে বাড়িতে রেখে আমি আমার বাড়িতে চলে আসি আজকে আবার ডিম যাবে তাই অপেক্ষায় করতে থাকি এখন পর্যন্ত একটি গাড়ি আসে নাই ।

IMG20250803210824.jpg
IMG20250803204038.jpg

মাগরিবের আজানের কিছুক্ষণ পরে এক এক করে দুইটি গাড়ি চলে আসে ডিম নেওয়ার জন্য আমি আর আম্মু দুজন মিলে তাড়াতাড়ি করে ডিম দেওয়া শেষ করে বাড়িতে আসতে এশার আযানের কিছু সময় আগে আসি।

IMG20250803211803.jpg

ফ্রেশ হয়ে আমি আমার রুমে চলে আসি কিছু সময় রেস্ট নিয়ে রাত্রের খাওয়া দাওয়া সম্পন্ন করে রাত্রে ওষুধ খেয়ে নেই। পোল্ট্রি ফার্মের লাইফের বন্ধ করার জন্য আজকেও অপেক্ষা করতে থাকি সময় হলে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট বন্ধ করে বাড়িতে চলে আসি।

আজকের পোষ্টের পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...
 4 days ago 

ব্যায়াম করা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকার যারা ব্যায়াম করে তারা সেটা ঠিক বেশ ভালোভাবেই বুঝতে পারে আর আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করে নিয়েছেন জানতে পেরে ভালো লাগলো সেই সাথে আপনি যে কাজগুলো করেন সেগুলো কিন্তু অনেক বেশি কঠিন।

বিশেষ করে মুরগিকে খাবার দেয়া থেকে শুরু করে তাদের ঘর পরিষ্কার করা প্রতিটা বিষয়ে আপনারা সচেতনতার সাথে করে থাকেন আসলে আমি এই কাজগুলো যখন করতে যাই তখন আমার কেমন যেন ভাল লাগা কাজ করে কিন্তু সঠিকভাবে কাজগুলো হয়ে ওঠে না যার কারণে মন খারাপ হয়ে যায় যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনারা আরো একটা দিনের কার্যক্রম তুলে ধরার জন্য ভালো থাকবেন।