Better life with steem || The Diary Game || 04, August, 2025||

in Incredible India3 days ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-08-05_18_07_37.jpg

আমি আপনাদের মাঝে আমার নতুন একটি দিনের কার্য লিপি তুলে ধরতে চলে আসলাম।

সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ব্যায়াম করে পোল্ট্রি ফার্মে ছাতা নিয়ে চলে আসি ঝিরঝির বৃষ্টির মধ্যে। জীবাণুমুক্ত স্প্রে করে ভিতরে ঢুকি। আব্বু আম্মুর খাদ্য দেওয়া শেষ করে আম্মু পানির পাইপ পরিষ্কার করতে ছিল আব্বু ফ্লোর পরিষ্কার করতে ছিল।

IMG20250804183319.jpg

আমি আর আম্মু মুরগির পানির পাইপ পরিষ্কার করি, পাশাপাশি আব্বুকে ও সহযোগিতা করি আজকে আবার মুরগী দের কে ওষুধ দেওয়া লাগবে তাই নরমাল পানি না দিয়ে বালতির মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে তার সাথে পরিমাণ মতো ওষুধ দিয়ে। মুরগি দের প্রতিটি পাইপের পরিমাণ মতো পানি দিয়ে
দেয়।

IMG20250804184045.jpg

আম্মু বাড়িতে চলে আসে পোল্ট্রি ফার্মের এর কাজ শেষ করে আমি আর আব্বু বিল পারে চলে আসি এই বৃষ্টির মধ্যেই খাদ্য দেওয়ার জন্য মাছদের কে প্রতিদিনের মতো নৌকার কাছে নিয়ে যায় মাছের খাদ্যগুলো এরপর আব্বু বিলের মাঝখানে মাচার কাছে নিয়ে যায়।

IMG20250804183702.jpg

আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালে হালকা কিছু খাবার খেয়ে সকালের ওষুধ খেয়ে নেই। ওষুধ খাওয়া শেষ করে রুমে বসেই রেস্ট নিতে থাকি আগের থেকে বৃষ্টি অনেক বেশি পড়ছে।

IMG20250804183011.jpg

বৃষ্টি কমলে বাহিরে যতটুকু টুকটাক কাজ ছিল প্রয়োজন সেগুলো শেষ করি । সকালের খাবার তৈরি হয়ে গেলে আমরা তিনজন মিলেই খাওয়া দাওয়া সম্পন্ন করি খাওয়া দেওয়ার মাঝেই আব্বু বলেন পাঙ্গাশ মাছের খাদ্য কোম্পানিতে যাওয়া দরকার আজকে খাদ্য নিয়ে আসা লাগবে তাই বিকেলের কাজগুলো তুমি আর তোমার আম্মু শেষ করিও।

IMG20250804182955.jpg

আমি গরুর খাদ্য তৈরি করার জন্য চলে আসি খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই সারাদিনের জন্য। পোল্ট্রি ফার্মে চলে যায় ওষুধের পানি শেষ হয়ে গিয়েছিল তাই নরমাল পানি দেওয়ার জন্য। মোটর চালু করে মুরগী দের কে অল্প করে নরমাল পানি দিয়ে দেই এরপর ডিম তোলা শুরু করে দেয় ডিম তোলা শেষ করে বাড়িতে এসে গোসল করে নেই।

IMG20250804183023.jpg

রুমে শুয়ে রেস্ট নিতে ছিলাম ৩০ মিনিট মতোন শুয়ে রেস্ট নেওয়া আম্মু দুপুরের খাবার খাওয়ার জন্য ডাক দেয় এর পরে দুজন মিলে খাবার খাওয়া সম্পন্ন করে আমি আম্মু রেস্ট নিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি। আম্মু মুরগিদেরকে খাদ্য দিতে থাকে আমি ওষুধ দেওয়ার জন্য মুরগির পানির পাইপ থেকে পানি ফেলে দিয়ে ওদেরকে ওষুধ দেওয়ার জন্য প্রস্তুতি নেই।

IMG20250804184029.jpg

আম্মুর আগেই আমি মুরগিদেরকে ওষুধ দেওয়া শেষ করে ফেলি। পোল্ট্রি ফার্মের এর কাজ শেষ করে আমি আর আম্মু বাড়িতে চলে আসি। ফ্রেশ হয়ে হাঁটাহাঁটি করতে খুব মন চাচ্ছিল তাই আমাদের বাগানের দিকে চলে আসি। কিছু সময় থাকার পর আব্বু ফোন দেই পাঙ্গাশের খাদ্যের গাড়ি আসতেছে সাথে থাকার জন্য বলল তাই আর ওইখানে না থেকে বিল পারে চলে আসি।

IMG20250804182410.jpg

দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই গাড়ি উপস্থিত হয় কোথায় রাখতে হবে,জায়গা দেখিয়ে দেই। আর আমি দাঁড়িয়ে থাকি সাথে লেভার লোক জন খাদ্য গুলোর নামাতে থাকে ।

IMG20250804091626.jpg

খাদ্য নামানো প্রায়ই চার ভাগের তিন ভাগ নামানোর ,হয়ে গেলে পোল্ট্রি ফার্মে চলে আসি লাইট দেওয়ার জন্য আর তার সাথে নরমাল পানি দেওয়ার জন্য।

`IMG20250804181229.jpg

এই কাজগুলো শেষ করে বিল করে চলে আসি এখনো খাদ্য নামানো শেষ হয় নাই। খাদ্য নামানোর শেষ হলে বাড়িতে এসে ফ্রেশ হয়ে রুমে চলে আসি।

মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এশার আযান দিয়ে দিলে রাত্রের খাওয়া-দাওয়া সম্পন্ন করি খাওয়া-দাওয়া শেষ করে পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করার জন্য অপেক্ষায় থাকি ।সময় হলে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট বন্ধ করে দেয়। বাড়িতে এসে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।

IMG20250804184137.jpg

আজকের পোস্ট এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ্ হাফেজ

Sort:  
Loading...