Better life with steem || The Diary Game || 20 June 2025||
বিসমিল্লাহির রহমানির রহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আমি আপনাদের মাঝে আমার নতুন একটি দিনের কার্যক্রম তুলে ধরতে শেয়ার করতে চলে আসলাম।
আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠে পড়ি আব্বু সকাল বেলা মাছ নিয়ে বাজারে যাবে তাই মাছগুলো দেখার জন্য । আমি ঘুম থেকে উঠে আমি তো অবাক কেননা আজকে রাত্রে মাছ ধরা হয় নাই, বৃষ্টির কারণে জেলেরা আসে নাই আমি আবার শুয়ে পড়ি।
চোখে আর ঘুম আসে নাই তাই মোবাইল দেখতে থাকি দিনের আলো ফুটে গেলে ফ্রেশ হয়ে সকাল বেলা হাঁটতে বের হয়। কয়েকদিন ধরে এই রোদ এই বৃষ্টি তাই রাস্তার মধ্যে কাঁদা পানি। এর মধ্যে দিয়ে যতটুক হাঁটাহাঁটি করা যায়।
ততটুকু হাঁটাহাঁটি করে চলে আসি পোল্ট্রি ফার্মে ভিতরে ঢুকে টুকটাক কাজগুলো শেষ করি। মুরগির পানির পাইপ পরিষ্কার করে আব্বু আম্মুর খাদ্য দেওয়া শেষ হলে আম্মু বাড়িতে চলে আসে।
আব্বু ফ্লোর পরিষ্কার করতে ছিল সে কাজে সহযোগিতা করি ফ্লোর পরিষ্কার করা শেষ হলে আব্বু প্রতিটা মুরগির পাইপে পানি দিয়ে দেয়। মুরগি দের পাইপে পানি দেওয়ার শেষ করে ।আমি আর আব্বু বাড়িতে চলে আসি ।
আমি ফ্রেশ হয়ে সকালে হালকা কিছু খাবার খেয়ে রুমে শুয়ে থাকি বাহিরে হালকা হালকা বৃষ্টি পড়তে ছিল বৃষ্টি কমে গেলে গরুর জন্য খাবার তৈরি করতে হবে তাই প্রথমে গরুকে খাদ্য ভুষি ও চাউলের কুঁড়া এগুলো দিয়ে।
সকালের খাবার তৈরি হয়ে যায় খাবার। হাতমুখ ধুয়ে সকালে খাবার খাওয়ার জন্য চলে আসি খাওয়া-দাওয়া শেষ করেন ওষুধ খেয়ে গরুর জন্য খাবার তৈরি করতে হবে বাহিরে বৃষ্টি পড়তে ছিল ।
সেই কারণে বাতিল হয়ে যাওয়া আমাদের একটি ঘরে চলে আসি ওইখানেই গরুর জন্য খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই। হালকা হালকা বৃষ্টি পড়তে ছিলাম তাই রুমে এসে বসে থাকি বসে চিন্তা করি আজকে শুক্রবার নামাজ পড়তে যেতে হবে তাই বসে না থেকে।
ডিম তুলার কাজটা শেষ করে গোসল করে মসজিদে যাওয়াটাই উত্তম। তাই পোল্ট্রি ফার্মে চলে আসি আম্মু আমাকে দেখেন আমার সাথে চলে আসেন ডিম গুলো দুজন মিলে তোলা সম্পন্ন করে ।
আমি আর আম্মু বাড়ির দিকে চলে আসি আমি কিছু সময় বসে থেকে গোসল করার জন্য ওয়াশ রুমে চলে যাই গোসল শেষ করে। রেডি হয়ে জুম্মার নামাজ পড়তে মসজিদে চলে আসি। নামাজ শেষ করে বাড়িতে এসে রুমে মোবাইল নিয়ে শুয়ে পড়ি, কিছুক্ষণ পর আম্মু কাঁঠাল দিয়ে যায় খাওয়ার জন্য আমি বসে কাঁঠাল খেতে থাকি আর মোবাইল দেখতে থাকি।
কাঁঠাল খাওয়া শেষ করে দুপুরে খাবার খাওয়ার জন্য আম্মু ডাক দেয় কিছুক্ষণ আগে কাঁঠাল খাওয়ার কারণে দুপুরে খাবার খেতে ইচ্ছা করে নাই। তাই কিছুক্ষণ পরে খাবো বলে বসে থাকি বিকেলে কাজের সময় হয়ে এসেছে আমার কাজগুলো শেষ করার জন্য বের হই।
পোল্ট্রি ফার্মে এসে ডিম তুলে মুরগি দের কে পানি দিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া-দাওয়া করে বাইরে বের হয় কিছু সময় বাড়ি আশপাশ দিয়েই হাঁটাহাঁটি করি আজকে আবার ডিম যাবে তাই ডিমের গাড়ি আসার জন্য অপেক্ষা করি।
সন্ধ্যা হয়ে আসছে এখনো ডিমের গাড়ি কোন দেখা নাই। এদিকে সন্ধ্যার কাজ করার জন্য পোল্ট্রি ফার্মে লাইট জ্বালিয়ে বাকি ডিম তুলে বাড়িতে এসে আম্মুর কাজে সহযোগিতা করি। এর মধ্যে একটি গাড়ি চলে আসে।
ডিম নেওয়ার জন্য আমি আর আম্মু চলে আসি প্রথম গাড়িকে লোড করে বাড়িতে এসে আম্মুর বাকি কাজ গুলা শেষ করে। আমি ফ্রেশ হয়ে রুমে জানলা দিয়ে ডিমের গাড়ি অপেক্ষায় থাকি। সন্ধ্যা আরো কিছুক্ষণ পরে আরেকটি গাড়ি আসে ।
সেই গাড়ির ড্রাইভারকে আম্মু একটু বকাবকি করে রাত্রে বেলা কেন এসেছেন দিনের আলো থাকতে থাকতে আসলে তো ভালোই হতো। এই গাড়িতে ডিম দেওয়ার পর আম্মু বাড়িতে চলে যায় আমি ডিমের গাড়ি সাথে থাকে ও চলে যাওয়ার পর আমি আস্তে আস্তে বাড়িতে চলে আসি।
ফ্রেশ হয়ে রুমে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি রাত্রের খাওয়া দাওয়া করে একটু খারাপ লাগতেছে তাই ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।